রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে বড় ফেবারিট ব্রাজিল যখন প্রীতি ম্যাচগুলোতে দাপট দেখিয়ে যাচ্ছে, তখন দলটির সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়র ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায়। এর মাঝেই ব্রাজিলের একটি সংবাদমাধ্যম দাবি করল, ফরাসি লিগ ওয়ানের শেষের দিকে মাঠে ফিরতে পারেন নেইমার। এমন সুখবরে পিএসজি ততটা উল্লাসিত নয়। তারা দলের দামি খেলোয়াড়টিকে পরিপূর্ণ সুস্থ দেখতে চায়।
গত ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায় পিএসজির ফরোয়ার্ড নেইমারের। অস্ত্রোপচারের পর এখন ব্রাজিলে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। সেরে উঠতে সময় লাগতে পারে তিন মাস পর্যন্ত। তবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউওএল এস্পোর্ত বলছে, এপ্রিলের শেষ নাগাদ পিএসজির হয়ে মাঠে ফিরতে পারেন নেইমার। লিগ ওয়ানে একটি বা একাধিক ম্যাচ খেলার সম্ভাবনাও আছে এই ফরোয়ার্ডের। পিএসজি ফাইনালে উঠলে খেলতে পারেন ফরাসি কাপেও।
এই খবরের প্রতিক্রিয়ায় লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজি বলেছে, এপ্রিলের মাঝামাঝিতে নেইমারের শারীরিক অবস্থা যাচাই করা হবে। এরপরই তার ফেরার সম্ভাব্য একটা সময় নির্ধারণ করা হবে। নেইমারকে নিয়ে তাদের তাড়াহুড়ো নেই। ২২২ মিলিয়ন ইউরো দামের এই খেলোয়াড়কে তারা পুরোপুরি সুস্থ দেখতে চায়। তবে ব্রাজিলের পত্রিকাটি বলছে, রাশিয়া বিশ্বকাপের আগেই নিজেকে তৈরি করতে ম্যাচ খেলতে উন্মুখ হয়ে আছেন নেইমার।
No comments:
Post a Comment