Social Icons

Sunday, March 25, 2018

ইসরায়েল দখলে ‘আর্মি অব ইসলাম’ গঠন করতে চায় তুরস্ক


ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) সদস্য ৫৭টি মুসলিম দেশের সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বিশাল সামরিক বাহিনী গঠন করার পরিকল্পনা করেছে তুরস্ক।
 
দেশটির একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ৫০ লাখের উপরে সদস্য নিয়ে গঠিত এ সেনাবাহিনী ‘আর্মি অব ইসলাম’ নামে পরিচিত হবে।মূলত তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের পরিকল্পনা ওআইসি ভুক্ত দেশগুলোকে নিয়ে এমন একটি বাহিনী গঠন করা।
 
ইতোমধ্যেই এ সেনাবাহিনী গঠনে ওআইসি ভুক্ত ৫৭ দেশের সহযোগিতা চাওয়া হয়েছে, যারা ইসরায়েলের আক্রমণ প্রতিরোধ, প্রয়োজনে দখল করার সমার্থ্য রাখবে।
 
জানা যায়, ওআইসি’র সদস্যভুক্ত ৫৭টি দেশের জনসংখ্যা প্রায় ১৬৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৯৩১। এসব দেশের সক্রিয় সৈন্য রয়েছে প্রায় ৫২ লাখ। মুসলিম দেশগুলোর সামরিক বাজেট প্রায় ১৭৪ বিলিয়ন মার্কিন ডলারের। অন্যদিকে, ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় ৮০ লাখ ৪৯ হাজার ৩১৪ জন। মধ্যপ্রাচ্যের এই দেশটির সক্রিয় সেনা রয়েছে ১ লাখ ৬০ হাজার; বার্ষিক সামরিক বাজেট প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার।
 
ওআইসির সদস্য দেশগুলো যদি এই সামরিক বাহিনী গঠনে সম্মত হয় তাহলে তা জেরুজালেম দখলে রাখা ইসরায়েলি বাহিনীর চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে বলে বিশেষজ্ঞরা মনে করছে। ‘আর্মি অব ইসলাম’ গঠনে তুরস্কের এমন উদ্যোগকে গুরুত্বের সাথেই পর্যবেক্ষণ করছে ইসরায়েল।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates