ঢাকা থেকে আমাদের ফটো সাংবাদিক - মোঃ নুর হুসাইন
লক্ষ্মীপুরের রামগঞ্জের শিশু নুসরাত জাহান নিশুর (৮) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছে বৃহত্তর নোয়াখালী, লক্ষীপুর ও রামগঞ্জ উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।
শুক্রবার (৩০মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় তারা।
রামগঞ্জের ৮ বছরের শিশু নুশরাতকে হত্যার প্রতিবাদে নাগরিক মানববন্ধনে বক্তারা বলেন, ‘পিতা তার কন্যাকে ধর্ষণ করছে। ৮ বছরের শিশুকে ধর্ষণ করে ডোবায় বস্তাবন্দী করে ফেলে রাখা হয়। দেশে মানবতা আজ কোথায়?’
তারা বলেন, ‘দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তাহীনতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আজ মায়ের পেটের শিশুও নিরাপদ নয়। দেশের এই অবস্থা কোনো ভাবেই চলতে পারে না। দল মতের উপেক্ষা না করে জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এবং শুধু নুসরাত জাহান নিশু নয় সকল হত্যাকারীকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।’
মানববন্ধনে বক্তব্য রাখেন এলডিপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। এছাড়াও বৃহত্তর নোয়াখালী, লক্ষীপুর জেলা ও রামগঞ্জ উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ৮ বছরের শিশু নুশরাত লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গত শুক্রবার জুমার নামাজের আগে নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুর বাড়ির সামনের ব্রিজজের নিচ (খাল) থেকে শিশু নুসরাত জাহান নিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত নুসরাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দা প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী।
No comments:
Post a Comment