প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মিসরে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ভোট গ্রহণ চলছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তার দুর্বল প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সহজেই নির্বাচিত হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী কায়রোর একটি ভোট কেন্দ্রে কয়েকজন ভোটারকে দেখতে পাওয়া গেছে। কর্মকর্তাগণ ভোটারদেরকে তিনদিনের এই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার অনুরোধ করেছেন।
সিসি’র একমাত্র প্রতিদ্বন্দ্বী মুসা মোস্তফা মুসা। যিনি নিজেও প্রেসিডেন্টের সমর্থক। সাবেক সামরিক বাহিনী প্রধান সিসি ২০১৪ সালে ইসলামি নেতা মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেন। এএফপি।
No comments:
Post a Comment