ব্রাজিলের বিতর্কিত সাবেক বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা বুধবার এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছেন। তার গাড়ি বহরে বন্দুক হামলার পর এই প্রথম তিনি প্রচারণায় অংশ নিলেন। ওই হামলার ঘটনায় দেশটিতে নির্বাচনী উত্তেজনা আরো অনেক গুণ বেড়ে গেছে।
ব্রাজিলে ৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে দক্ষিণাঞ্চলীয় নগরী কুরিতিবায় লুলার নির্বাচনী সফরের গাড়ি বহরে হামলার ঘটনা দেশটির বিরোধপূর্ণ রাজনৈতিক চিত্র ফুটে উঠেছে। লুলার উত্তেজনাপূর্ণ এ নির্বাচনী সমাবেশে প্রায় ১ হাজার সমর্থক যোগ দেয় । সারাদিনের বৃষ্টি উপেক্ষা করে তারা সেখানে জমায়েত হয়। তাদের পরনে ওয়ার্কার্স পার্টির লাল পোশাক ছিল। বিপুল সংখ্যক পুলিশ সমাবেশটিকে ঘিরে রাখে।
লুলা কার ভাষণে ‘সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং গণতন্ত্রের প্রতি সমর্থন’ জানাতে উপস্থিত সমর্থকদের প্রতি আহ্বান জানান। লুলার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জাইর বোলসোনারো পার্শ্ববর্তী এক স্থানে সমাবেশে যোগ দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পর লুলার সমাবেশটি অনুষ্ঠিত হয়।
খবর এএফপি’র।
No comments:
Post a Comment