হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি মালয়েশিয়াগামী একটি বিমান জরুরি অবতরণ করেছে।
যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি অবতরণ করে। তবে বিমান বেলা ১১টা ৫০ মিনিটে ফের কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। বিমানে ১৬৪ জন যাত্রী ছিলেন।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেয়। যান্ত্রিক ত্রুটির কারণে এর ২০ মিনিট পরই বিমানটি জরুরি অবতরণ করে। এরপর বেলা ১১টা ৫০ মিনিটে বিমানটি ঢাকা ছেড়ে যায়।
এর আগে গত মঙ্গলবার যান্ত্রিক ত্রুটির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান জরুরি অবতরণ করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট সৈয়দপুর যাচ্ছিল। পথে বিমানে যান্ত্রিক ত্রুটি দেয়।
No comments:
Post a Comment