ইউক্রেনের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। কিয়েভের স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণের জন্য ভোটকেন্দ্র খুলে দেয়া হয়। ভোটকেন্দ্র থেকে বার্তা সংস্থা এএফপি’র একজন প্রতিনিধি একথা জানিয়েছেন।
জরিপ অনুযায়ী, ৪১ বছর বয়সী কৌতুক অভিনেতা ভোলোদিমির জেলেনস্কি সর্বোচ্চ ভোট পেতে যাচ্ছেন বলে ধারণা পাওয়া যাচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোসেনকোর সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তবে প্রথম দফা নির্বাচন কেউ ৫০ ভাগ ভোট না পেলে আবারও ভোট গ্রহণ করা হবে।
স্থানীয় সময় রাত ৮টায় এই প্রথম দফা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে। এর কয়েক ঘন্টা পর আংশিক ফলাফল প্রকাশিত হবে।
এ নির্বাচন বর্জন করেছে ইউক্রেনের রাশিয়াপন্থী দলগুলো। তাই রাশিয়ার প্রভাব রয়েছে এমন অঞ্চলগুলোতে ভোটগ্রহণ কেমন হবে তা স্পষ্ট নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে প্রার্থী হয়েছেন মোট ৩৯ জন। তবে কেবল তিনজনকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে।
No comments:
Post a Comment