অস্ত্র আইনে জরুরি ভিত্তিতে পরিবর্তনের জন্য আজ (সোমবার) কিছুক্ষণের মধ্যেই নিউজিল্যান্ডের মন্ত্রীসভা বৈঠকে বসতে যাচ্ছে। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারে হামলাকারী যে ধরণের সেমি অটোমেটিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল, আশা করা হচ্ছে, দেশটির মন্ত্রী পরিষদ সে ধরণের অস্ত্রের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করবে।
গত শুক্রবারে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলায় ৫০ জন নিহত হয়। হামলায় গুরুতর আহত হয় ৪০ জনের বেশি। নিউজিল্যান্ডের পুলিশ জানায়, অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্রারান্ট একাই হামলা চালিয়েছে।
হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান বলেন, শিগগিরই তার দেশে অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে।
ইতিমধ্যে ওই হামলাকারীকে শনিবার দেশটির আদালতে হাজির করা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে হত্যা মামলায়। বর্তমানে ওই হামলাকারী রিমান্ডে আছে।
No comments:
Post a Comment