পর্তুগালের পোর্তোয় শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারের পর গত বছরে নিজেদের শেষ ছয় ম্যাচের সবকটিতে জিতেছিল ব্রাজিল। আগামী জুন জুলাইয়ে হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি পর্বে ফিফা র্যাঙ্কিংয়ের ৭৬তম দলটির সঙ্গে ড্র করে।
ম্যাচের শুরু থেকে একচেটিয়া বল দখলে রাখা ব্রাজিল অষ্টাদশ মিনিটে প্রথম সুযোগ পায়। ফিলিপে কৌতিনিয়োর দারুণ ক্রসে রবের্তো ফিরমিনোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাঁচ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে বার্সেলোনা মিডফিল্ডার আর্থার মেলোর কোনাকুনি শট পোস্ট ঘেঁষে চলে যায়।
৩২ মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। ডান দিক থেকে কাসেমিরোর দারুণ এক ক্রস ছোট ডি বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ভলিতে বল ঠিকানায় পাঠান নেইমারের অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সিধারী পাকুয়েতা। ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতে লেগে বল জালে জড়ায়। জাতীয় দলের হয়ে ২১ বছর বয়সী এসি মিলান মিডফিল্ডারের এটি প্রথম গোল।
৪ মিনিট পরেই গোল শোধ করে পাল্টা জবাব দেয় পানামা। মাঝমাঠের কাছ থেকে সতীর্থের ফ্রি কিকে বল ডি বক্সে পেয়ে হেডে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসনের মাথার ওপর দিয়ে জালে পাঠান ডিফেন্ডার আদোলফো মাচাদো। পুরো ম্যাচ ব্রাজিলের নিয়ন্ত্রণ থাকার পরও ড্র দিয়ে শেষ করতে হলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।
No comments:
Post a Comment