ব্রাজিলের ২০১৯ সালের জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস ২ দশমিক ২৮ শতাংশ থেকে ২ দশমিক শূন্য ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। গত সোমবার ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি নিশ্চিত করেছে। খবর সিনহুয়া।
ব্রাজিলের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি জরিপ অনুযায়ী, আগামী বছর ২ দশমিক ৮০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। অন্যদিকে বিশ্লেষকদের মতে, চলতি বছর ব্রাজিলের মুদ্রাস্ফীতি হতে পারে ৩ দশমিক ৮৭ শতাংশ থেকে ৩ দশমিক ৮৯ শতাংশ এবং আগামী বছর তা দাঁড়াতে পারে ৪ শতাংশে। মুদ্রাস্ফীতির সরকারি লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল ৪ দশমিক ২৫ শতাংশ। সহনশীলতার সীমা ধরা হয়েছিল ২ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ শতাংশ।
পূর্বাভাসের এসব উপাত্ত থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, দেশটির আর্থিক কর্তৃপক্ষ তাদের বার্ষিক সেলিক সুদের হার অন্তত ২০১৯ সালের শেষ নাগাদ বর্তমান পর্যায়েই রাখবে। বর্তমানে ব্রাজিলের সেলিক সুদের ৬ দশমিক ৫০ শতাংশ, যা কিনা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।
No comments:
Post a Comment