Social Icons

Sunday, January 31, 2016

জিকা ঠেকাতে ব্রাজিল-যুক্তরাষ্ট্র একজোট

জিকা ভাইরাস ঠেকাতে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার আলোচনা করেছেন।

এ ভাইরাসের টিকা আবিষ্কারে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় কার্যক্রম শুরু করতে একমত হয়েছে দেশ দুটি।
 
লাতিন আমেরিকায় এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটা মাইক্রোসেফালি রোগের জন্য দায়ী।
 
হোয়াইট হাউস জানায়, ভাইরাসটি ঠেকাতে আরও আধুনিক প্রতিষেধক আবিষ্কার ও প্রযুক্তি ব্যবহারে নিজেদের জ্ঞান ও উন্নত গবেষণাকে কাজে লাগাতে এবং কার্যক্রম জোরদারে সমন্বিত প্রচেষ্টা গ্রহণের ব্যাপারে নেতৃবৃন্দ একমত হয়েছেন। সংক্রামক ব্যাধি মোকাবেলায় জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক সক্ষমতাকে অব্যাহত অগ্রাধিকার দেয়ার ব্যাপারেও সম্মত হয়েছেন তারা।
 
রুসেফের কার্যালয় জানায়, দ্বিপক্ষীয় গ্রুপ টিকা তৈরি ও রোগনিরাময় সংক্রান্ত বিষয়ের উন্নয়নে একসঙ্গে কাজ করবে।
 
ডেঙ্গুর প্রতিষেধক নিয়ে ব্রাজিল’স বুতানতান ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল রিসার্চ ও ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ যেভাবে সমঝোতার ভিত্তিতে কাজ করেছে তার ওপর ভিত্তি করেই জিকা ভাইরাসের প্রতিষেধক নিয়ে কাজ করবে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। খবর এএফপির।
 
বিজ্ঞানীরা বলছেন, জিকা ভাইরাসের টিকা সহজলভ্য হতে আরও কয়েক বছর লেগে যেতে পারে।
 
লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়া জিকা ভাইরাস শিশুদের মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলে। এছাড়া জিকা ভাইরাসের কারণে অনেক সময় স্নায়বিক বৈকল্য, দুর্বলতা ও পক্ষাঘাতও হতে পারে।
 
জিকা ভাইরাসবাহী মশা নিধনে রুসেফ দুই লাখ ২০ হাজার সেনা নিয়োগ করেছেন ব্রাজিলে। দেশটিতে গত কয়েক বছরে ছোট মাথা নিয়ে বা ত্রুটি নিয়ে জন্মানো শিশুর সংখ্যা বেড়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছে, আমেরিকা মহাদেশে ৩০-৪০ লাখ লোক জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে।

ইউরোপে দশ হাজার শরণার্থী শিশু নিখোঁজ

অভিভাবকহীন অন্তত ১০ হাজার শরণার্থী শিশু ইউরোপে পৌঁছার পর নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, এদের অনেকেই সংঘবদ্ধ পাচারকারীদের কবলে পড়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অপরাধবিষয়ক গোয়েন্দা সংস্থা ইউরোপোল এ তথ্য জানিয়েছে। সংস্থাটির প্রধান ব্রায়ান ডোনাল্ড জানিয়েছেন, হাজার হাজার শিশু ইউরোপের বিভিন্ন দেশে তালিকাভুক্ত হওয়ার পর তাদের আর হদিস মিলছে না। কেবল ইতালিতেই ৫ হাজার শিশু নিখোঁজ রয়েছে। এ ছাড়া সুইডেনে খোঁজ নেই আরো এক হাজার শিশুর। খবর দি গার্ডিয়ানের।

ব্রায়ান ডোনাল্ড সতর্ক করে দিয়ে বলেন, একটি প্যান ইউরোপীয় অপরাধী চক্র শরণার্থী শিশুদের টার্গেট করছে। আমরা ১০ হাজারেরও বেশি শিশুকে এখনো খুঁজছি। তাদের সবাই অপরাধীদের শিকার হয়েছে এমন নয়। আমরা শুধু জানি না তারা কোথায় আছে, কী করছে আর কাদের সঙ্গেই বা আছে।

শিশুবিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের মতে, গত বছর ইউরোপে প্রায় ২৬ হাজার শরণার্থী শিশু এসেছে। যে ১০ লাখেরও বেশি শরণার্থী গত বছর ইউরোপে প্রবেশ করেছে তাদের ২৭ শতাংশই শিশু ও কিশোর। ইউরোপে প্রবেশের পর থেকেই তারা অদৃশ্য হয়ে যায়।

যে কারণে টিভিতে নেই বাংলাদেশের খেলা

বাংলাদেশের মাটিতে খেলা, অথচ বাংলাদেশের খেলা টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে না! বিষয়টা একটু অবাক করার মতোই।

রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সেই খেলা বাংলাদেশের কোনো চ্যানেল সম্প্রচার করেনি। যে কয়টি চ্যানেল এবার খেলা সম্প্রচার করছে সেগুলোতে ইংল্যান্ড এবং জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি সরাসরি দেখানো হয়।

জানা গেছে, সম্প্রচারজনিত কারণেই বাংলাদেশ এবং স্কটল্যান্ডের মধ্যকার খেলাটি টিভিতে প্রচার করা হয়নি। বিশ্বকাপ শুরুর আগেই এই ম্যাচ না দেখানোর সিদ্ধান্ত হয়।

চলতি যুব বিশ্বকাপ সম্প্রচারের জন্য আইসিসির পার্টনার হিসেবে রয়েছে স্টার স্পোর্টস। আর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মাছরাঙা টেলিভিশন এবং গাজী টেলিভিশন (জিটিভি) স্টার স্পোর্টসের ফ্রিকোয়েন্সি নিয়ে যুব বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচার করছে।

আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী স্টার স্পোর্টস ও তার লাইসেন্সি নেয়া অন্য চ্যানেলগুলো যুব বিশ্বকাপে ঢাকার মিরপুর (৯টি), চট্টগ্রাম (২ স্টেডিয়ামে ৪টি) ও নারায়ণগঞ্জের ফতুল্লা (৭টি) থেকে মোট ২০টি খেলা সরাসরি সম্প্রচার করবে।

এর বাইরে আয়োজিত কক্সবাজার ও সিলেটের দু’টি করে চারটি মাঠে যে খেলা হবে তা সম্প্রচার হবে না কোনো টেলিভিশন চ্যানেলে।

এদিকে আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজারের একই মাঠে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচও দেখাবে না কোনো টিভি চ্যানেল। তাই টাইগার ক্রিকেটের কোটি ভক্ত বাংলাদেশের তৃতীয় ম্যাচটিও দেখা থেকে বঞ্চিত হবেন।

সুইডেনে শরণার্থীর ওপর শতাধিক মুখোশধারীর হামলা

সুইডেনের রাজধানী স্টকহোমে শতাধিক মুখোশধারী সেখানকার শরণার্থীদের ওপর হামলা চালিয়েছে।

মুখোশধারী হামলাকারীরা শুক্রবার স্টকহোম স্টেশনে আশ্রয় নেয়া শরণার্থীদের ওপর হামলা চালায়। শরণার্থী শিশুরাও তাদের হামলা থেকে বাঁচতে পারেনি।

শরণার্থীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দিতে লিফলেট বিতরণের পর ওই মুখোশধারীরা শরণার্থীদের বেধড়ক পিটিয়েছে। খবর গার্ডিয়ানের।

এসময় মুখোশধারীরা এতোটাই বেপরোয়া ছিল যে, তারা যাদের শরণার্থী মনে করেছে তাদের ওপরই হামলা চালিয়েছে। তবে সুইডিশ পুলিশের কাছ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এই ঘটনার পর শরণার্থী ইস্যুতে দেশটিতে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। এর আগে শরণার্থীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা সুইডিশদের ওপর হামলা চালাচ্ছে।

২০১৫ সালে সুইডেনে ১ লাখ ৬৫ হাজার শরণার্থী আশ্রয় চেয়ে সুইডেন সরকারের কাছে আবেদন করেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি সংখ্যক শরনার্থীর আবেন নাকচ করে তাদের ফেরত পাঠাচ্ছে সুইডেন।

'গণতন্ত্র নিরাপদ করতে খালেদা ও জামায়াতকে রুখতে হবে'

গণতন্ত্রকে স্থায়ী ও নিরাপদ করতে হলে খালেদা জিয়া ও জামায়াতকে রুখতে হবে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার দুপুরে ময়মনসিংহ টাউনহলে জেলা জাসদের সম্মেলন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্রকে স্থায়ী ও নিরাপদ করতে হলে খালেদা জিয়া ও জামায়াতকে আর ক্ষমতা দখল করতে দেয়া যাবে না।

তিনি বলেন, খালেদার হাত ধরে জঙ্গিরা আর যাতে ঘাঁটি ও খুঁটি গাড়তে না পারে, সেই ব্যবস্থা করাই হচ্ছে গুরুত্বপুর্ণ কাজ। জামায়াতকে নিষিদ্ধ করলে, জঙ্গিদের দমন করলে, যুদ্ধাপরাধীদের ফাঁসি দিলে, বাংলাদেশ নিরাপদ হবে।

ইনু বলেন, যারা বঙ্গবন্ধু, '৭১ এর শহীদ ও মুক্তিযুদ্ধ নিয়ে আবোল-তাবোল কথা বলবে, তাদের জায়গা হয় পাগলা গারদে, নয়তো আদালতের বারান্দায়। প্রয়োজনে তাদের গলাধাক্কা দিয়ে রাজনীতি থেকে বের করে দেয়া হবে।

জাসদ সভাপতি বলেন, গণতন্ত্রে ভিন্নমতকে জায়গা দেয়া হবে, কিন্তু কোনো আগুন সন্ত্রাসীদের জায়গা দেয়া হবে না।

২০১৯ সালেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগুন সন্ত্রাসীরা আসবে কি আসবে না, তা নিয়ে মায়া কান্না করে লাভ নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার চক্রান্ত চলছে। তারা ইতিহাস স্বীকৃত ঘটনাকে বিকৃতির চেষ্টা চালাচ্ছে। তারা মুক্তিযুদ্ধ, একাত্তরের শহীদ, বঙ্গবন্ধু, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে কটাক্ষ করছে, বিদ্রুপ ও অপমান করছে।

জেলা জাসদের সভাপতি এডভোকেট গিয়া উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরিণ আক্তার এমপি, যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন খান, নাজমূল হক প্রধান এমপি, লুৎফা তাহের এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে ময়মনসিংহ, গাজীপুর, নেত্রকোণা, শেরপুর ও টাঙ্গাইল জেলার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

পরীমনির না, মিমের দিকে নজর পরিচালকের

সবকিছুই ঠিক কেবল অপেক্ষা করা হচ্ছিল নির্দিষ্ট তারিখে শুটিং শুরু হওয়ার। কিন্তু সেটি আর হচ্ছে কই! নায়িকা পরীমনির জন্য অবশেষে আটকে যাচ্ছে নির্মাতা তারেক শিকদারের নতুন ছবি ‘দাগ’-এর শুটিং।

চলতি মাসেই বাপ্পীর বিপরীতে ছবিটির শুটিং শুরু হওয়ার চূড়ান্ত কথা ছিল পরীমনির। হঠাৎ করেই মিথ্যা কিছু অজুহাত দেখিয়ে ছবি থেকে সরে দাঁড়ালেন ঢালিউডের ব্যর্থ নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পরীমনি। তার বদলে বিদ্যা সিনহা মিমকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালক।

‘দাগ’ থেকে পরীমনির সরে দাঁড়ানো প্রসঙ্গে ছবিটির পরিচালক তারেক শিকদার বলেন, ‘আমরা যখন ছবিটির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছি ঠিক সেই মুহূর্তে পরীমনি এতে শিডিউল দিতে পারবেন না বলে জানিয়ে দিলেন। কিন্তু শুটিং শুরু করার সব প্রস্তুতি শেষ করেও পরীমনির এই খামখেয়ালিপনার জন্য পিছিয়ে যাচ্ছে এটির কাজ। সময়মতো ছবিটির শুটিং শুরু করতে না পারলে আমাদের প্রযোজকরাও বিপাকে পড়ে যাবেন।’

ছবিটির জন্য নেয়া সাইনিং মানিও পরীমনি ফেরত দেবেন বলে জানিয়েছেন পরিচালককে। তবে ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। আর পরীমনির মতো উঠতি নায়িকাদের জন্যই এটি আরও উচিত নয় বলে মন্তব্য করেছেন নির্মাতা।

তবে এ বিষয়ে পরীমনির বিপক্ষে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে কি না সে বিষয়ে কিছুই জানায়নি ছবিটির পরিচালক।

প্রসঙ্গত, এর আগে ছবিটিতে পরীমনির পাশাপাশি আচলকে নেয়ার কথা ছিল। কিন্তু পরীর কারণে ছবিটিতে আচলের চরিত্র ছোট হয়ে আসায় এটি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনিও।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, বিদ্যা সিনহা মিমকে নিয়েই অবশেষে ছবিটির শুটিং শুরু করতে যাচ্ছেন পরিচালক।

চিকেন স্টাফড ক্যাবেজ রোল রেসিপি

বিকালের নাস্তায় চলুন হয়ে যাক সুস্বাদু ও মজাদার কিছু। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম আ ভেরি হেলদি ইভেনিং স্ন্যাক্স ফর এভরিওয়ান ।চলুন জেন নেই সেই রেসিপি টি। 






যা প্রয়োজনঃ
চিকেন– ১টি মুরগীর অর্ধেক
বাধাকপির পাতা– ৭-৮টি
আলু সেদ্ধ– ১টি বড়ো
গোলমরিচ গুড়া– স্বাদমতো
মরিচ গুড়া– ১/২ চা চামচ
সয়াসস– ২-৩ টে চামচ
ফিস সস– ২-৩ টে চামচ
আদা/রসুন বাটা– ২ চা চামচ করে
টেম্পুরা পাউডার– ১/২ কাপ
তেল– ভাজার জন্যে
যেভাবে করবেনঃ
আলু সেদ্ধ করে একদম পানি শুকিয়ে ফেলে চটকিয়ে রাখুন। হাড় সহ চিকেনের সাথে আদা-রসুন বাটা, গোলমরিচ গুড়া, মরিচ গুড়া ও সয়াসস-ফিস সস দিয়ে সেদ্ধ করে নিন। চিকেন ঠান্ডা হলে হাড় থেকে ছাড়িয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রাখুন। ফুটন্ত গরম পানিতে আস্ত বাধাকপির পাতা ভাপ দিয়ে কিচেন টাওয়েলের উপর উঠিয়ে রাখুন।
এবার চিকেনের সাথে আলু সেদ্ধ মাখিয়ে ৭-৮ ভাগে ভাগ করে নিন। এক একটি ভাগ একেকটি পাতায় মুড়িয়ে রোল বানিয়ে নিন। পরিমানমতো পানি দিয়ে টেম্পুরার ঘন ব্যাটার করে নিন। মাঝারি আঁচে প্যানে তেল গরম রোলগুলি একটা একটা করে টেম্পুরার ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে সময় নিয়ে গোল্ডেন করে ভেজে পেপার টাওয়েলের উপর রাখুন বাড়তি তেল শোষন করে নেয়ার জন্যে।
** সস দিয়ে গরম গরম পরিবেশন করুন বিকেলের নাস্তায়।
নোটসঃ
টেম্পুরা পাউডার না থাকলে কি করবেন?বেসন ও চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে ব্যাটার তৈরি করবেন।

ঋতু পরিবর্তনে কীভাবে করবেন রূপ চর্চা?

  • আসমা খানম -

...........................................................................
ঋতু পরিবর্তন ও ত্বকের ধরনভেদে রূপচর্চার নিয়মনীতি বদলে যায়। ত্বকের সতেজতা ধরে রাখতে প্রয়োজন বিশেষ যত্ন। সে বিষয়ে পরামর্শ দিয়েছেন রূপ বিশেষজ্ঞরা। 


ব্ল্যাকহেডস
নাকের ওপর আর ঠোঁটের নিচের থুতনির ওপরের অংশে ব্ল্যাকহেডসের সমস্যায় কম-বেশি সবাইকেই ভুগতে হয়। সাধারণত শরীরের হরমোন পরিবর্তন এবং অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কারনে ব্ল্যাকহেডসের সমস্যা হয়। তাই নিয়মিত পরিচর্যা করা জরুরি।
মুখে ময়লা জমে ব্ল্যাকহেডস হতে পারে। এ থকে বাঁচতে চালের গুঁড়া, শসার রস, গাজরের রসের সঙ্গে সামান্য পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। এরপর মুখ ধুয়ে ফেলতে হবে।
ব্ল্যাকহেডস কমানোর আরও একটি উপায় হলো, মসুরের ডাল, চালের গুঁড়া এবং গ্লিসারিন একত্রে মিশিয়ে ম্যাসাজ করা। মুখের যেসব স্থানে ব্ল্যাকহেডস আছে শুধু সেখানে এ স্ক্রাবটি লাগিয়ে হালকা ম্যাসাজ করতে হবে। ২০ মিনিট পর পাতলা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলতে হবে।
এ ছাড়াও ব্ল্যাকহেডস তোলার জন্য ডিমের সাদা অংশ মুখে লাগিয়ে তাতে একটি টিস্যু চেপে রাখতে হবে। টিস্যুটি শুকিয়ে গেলে ২০ মিনিট পর টেনে তুলে ফেলতে হবে।
ওপরের সবগুলো নয়, যেকোনো এক বা দুটি পদ্ধতি অনুসরণ করতে হবে।
মরাচামড়া
আমাদের ত্বকের ওপর মরা কোষগুলো জমলে ত্বক অনুজ্জ্বল দেখায়। নিয়মিত স্ক্রাবিংয়ের ফলে মরা কোষ ঝরে যায়। মাসে অন্তত দুবার মরা চামড়া তুলে ফেলা উচিত। এ জন্য কিছু স্ক্রাব কীভাবে বানাবেন তা দেখে নিন।
স্বাভাবিকত্বকেরজন্য
কাঠ বাদামের পেস্ট, চালের গুঁড়া, দুধ ও মধু মিশিয়ে লাগাতে হবে।
তৈলাক্তত্বকেরজন্য
চালের গুঁড়া, পাকা পেপের রস, শসার রস এবং যাঁদের ব্রণের দাগ আছে, তাঁরা মেথির গুঁড়া সামান্য মিশিয়ে লাগাতে পারেন।
সংবেদনশীলত্বকেরজন্য
শুধু চালের গুঁড়ার সঙ্গে টকদই মিশিয়ে মুখে লাগাতে হবে।
স্ক্রাবিংয়ের পর মুখ ধুয়ে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক শুষ্ক হবে না। বাজারে ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার কিনতে পাওয়া যায়। এ ছাড়াও গ্লিসারিন, গোলাপজল, অলিভ অয়েল একত্রে মিশিয়ে একটি বোতলে রেখে দিন। শীতে নিয়মিত এটি ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করুন।



হার্ট অ্যাটাক এর লক্ষণ ও এর কারনগুলো জেনে নিন

হার্ট অ্যাটাক এর লক্ষণ ও কারন নিয়ে আজকের আলোচনার বিষয়। হার্ট অ্যাটাক এর ফলে অনেকে সাধারণ জীবন যাপন করে থাকেন, তবে প্রতি বছরই কিছু পরিচিত দৈহিক সমস্যার কারণে হার্ট অ্যাটাক করে মানুষের মৃত্যুও হয়ে থাকে। হার্ট অ্যাটাক myocardial infarction বা acute myocardial infarction নামেও পরিচিত।এটি তখনই হয় যখন হার্টে রক্ত চলাচল সঠিক ভাবে হয়না এবং পর্যাপ্ত অক্সিজেনের অভাবে হার্টের পেশী ক্ষতিগ্রস্ত হয়। হার্ট অ্যাটাক হওয়ার অনেক সতর্ক সংকেত আছে, তাই হার্ট অ্যাটাক এর লক্ষণ গুলো জেনে নেয়া সবার জরুরী।

হার্ট অ্যাটাক এর লক্ষণ

১। হঠাৎ বুকে ব্যথাঃ অনেকেরই হঠাৎ করেই বুকের ডান বা বাম পাশে ব্যথা হয়ে থাকে। এই ব্যথাটির ধরণ এমন যে, কিছুক্ষণ ব্যথা করে থেমে যায়,তারপর আবার ব্যথা শুরু করে। অনেকেই মনে করে থাকেন হয়তো এটি বুক জ্বালা-পোড়া সমস্যা বা বদহজম।
২। শরীরের উপরের অংশে অস্বস্তি লাগাঃ অন্যতম হার্ট অ্যাটাক এর লক্ষণ হল দেহের উপরের অংশে খুব অস্বস্তিবোধ করা। যেমন- এক বা দুই হাত ব্যথা করা, কাঁধ ব্যথা হওয়া, পিঠে ব্যথা, ঘাড় ব্যথা, চোয়াল বা পেটের ওপরের অংশে ব্যথা হওয়া।
৩। শ্বাসকষ্ট হওয়াঃ হঠাৎ করেই শ্বাস নিতে কষ্ট হওয়া, শ্বাস গ্রহণ করতে গেলে বুকে ব্যথা হওয়া, এই সমস্যা দেখা দিতে পারে নানা ধরণের শারীরিক কার্যকলাপের সময় বা বিশ্রাম নেয়ার সময়।
৪। মাথা ঘোরাঃ প্রায় সময় কোন কারণ ছাড়া মাথা ঘোরা।
৫। ঠাণ্ডায় শরীর ঘামাঃ কোন কারণ ছাড়াই অনেক ঠাণ্ডার মধ্যেও শরীর ঘামতে শুরু করে।
ওপরের হার্ট অ্যাটাক এর লক্ষণ ছাড়াও আরও কিছু লক্ষণ আছে যেমন- কোন কারণ ছাড়াই ক্লান্ত লাগা, বমি বমি ভাব, বমি হওয়া, অস্থিরতা, মৃত্যুকে খুব ভয় পাওয়া, দেহ অসুস্থ বোধ করা। এই সমস্ত লক্ষণগুলো ভিন্ন ভাবে একেক মানুষের মধ্যে দেখা দিতে পারে, এবং এই লক্ষনগুলো দেখা দিলে অনেকেই বুঝতে পারেন না যে এগুলো হার্ট অ্যাটাক হওয়ার পূর্ববর্তী লক্ষন।

হার্ট অ্যাটাক এর কারন

কিছু কিছু মানুষের হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা হওয়ার তীব্র সম্ভবনা থাকে বিশেষ করে যারা নিম্নোক্ত কারণগুলোর জন্য।
১। বার্ধক্য
২। ধূমপান করা
৩। শরীরে রক্তের মাত্রার অসামঞ্জস্যতা
৪। ডায়াবেটিস
৫। উচ্চ রক্তচাপ
৬। শারীরিক পরিশ্রমে ঘাটতি
৭। মোটা হয়ে যাওয়া
৮। কিডনির সমস্যা হওয়া
৯। অতিরিক্ত মদ্যপান করা
১০। নেশা জাতীয় দ্রব্য সেবন করা

মসজিদ পরিদর্শনে যাবেন ওবামা

প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো মসজিদ প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন বারাক ওবামা। মুসলিমদের ব্যাপারে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে ক্রমবর্ধিষ্ণু বিদ্বেষী মনোভাবের মধ্যে ওবামা বুধবার মসজিদ পরিদর্শন করবেন। আমেরিকার মুসলিমদের প্রতি সমর্থন দিতে এই উদ্যোগ নিয়েছেন বারাক ওবামা। 
 
শনিবার হোয়াইট হাউস জানিয়েছে, বাল্টিমোরের ইসলামিক সোসাইটি পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে তিনি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন ও একটি ভাষণ দেবেন। 
 
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যের সমালোচনা করে আসছেন বারাক ওবামা। তিনি বলেছেন, মুসলিম বিদ্বেষী মন্তব্য আইএস দমনে মধ্যপ্রাচ্যের সহযোগিতা পেতে বাধা হয়ে দাঁড়াবে।
 
১২ জানুয়ারি স্টেট অব ইউনিয়নের বক্তব্যে বারাক ওবামা আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন, যে রাজনীতি মানুষের ধর্ম বা বর্ণকে আঘাত করে তা পরিত্যাগ করুন। যখন রাজনীতিবিদরা মুসলিমদের অপমান করে, মসজিদে হামলা চালায়, একটি শিশু গুলিবিদ্ধ হয় -সেগুলো আমাদের জন্য নিরাপদ নয়। খবর: ওয়াশিংটন টাইমস। 

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে গোলাগুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারে একটি মোটরসাইকেল মেলা চলাকালে মারামারিতে একজন নিহত হয়েছেন। শনিবার বিকেলের এই ঘটনায় আরো আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ, এদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে চারজন গুলিবিদ্ধ, একজন ছুরিকাহত ও অপর তিনজন মারধরের শিকার হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদের তিনজনের অবস্থা সঙ্কটাজনক, অন্যদের আঘাত তেমন মারাত্মক নয়। ডেনভারের ন্যাশনাল ওয়েস্টার্ন কমপ্লেক্সে কলরাডো মোটরসাইকেল এক্সপোতে এ ঘটনা ঘটেছে বলে এক সংবাদ সম্মেলনে জানান ডেনভারের পুলিশ প্রধান রবার্ট হোয়াইট। ঘটনার জেরে রোববার মেলা বন্ধ রাখা হয়েছে।  বিষয়টি নিয়ে প্রত্যক্ষদর্শী ও ‘ঘটনার সঙ্গে জড়িত’ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়নি।

মারামারি চলাকালে বেশ কয়েকজন গুলিবর্ষণে অংশ নিয়েছেন বলে জানান হোয়াইট, কিন্তু ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে তা জানাতে পারেননি তিনি।  তিনি বলেন, হতে পারে ঘটনাটি মোটরসাইকেল গ্যাং-সম্পর্কিত, অথবা মোটরসাইকেল ক্লাব-সম্পর্কিত; এটি তদন্ত করে দেখা হচ্ছে, এ নিয়ে কিছু বলার সময় এখনও হয়নি।

তবে প্রতিশোধমূলক হামলার ভয়ে ভীত এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেলবাহী গুণ্ডাদলের মধ্যে মারামারি হয়েছে।  নিজেদের ফেসবুক পেইজে এই প্রদর্শনী বা মেলাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইনডোর মেলা বলে দাবি করেছেন আয়োজকরা। বার্ষিক এই মেলার শুরুর দিনই মারামারির এ ঘটনা ঘটল। এর আগে গত মে-তে টেক্সাসের ওয়াকোতে একটি রেঁস্তরার বাইরে প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল গুণ্ডাদলের গোলাগুলিতে নয়জন নিহত ও ১৮ জন আহত হয়েছিলেন। রয়টার্স।

আবারো রাশিয়ার বিরুদ্ধে তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ

আবারো রাশিয়ার বিমানবাহিনীর বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে তুরস্ক। তবে রাশিয়া তুরস্কের এই অভিযোগকে ভিত্তিহীন অপপ্রচার বলে অভিহিত করেছে।
 
এর আগে গত নভেম্বরে প্রথম দফায় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। ওই ঘটনার জেরে মস্কো-আঙ্কারা সম্পর্কে নজিরবিহীন সংকট দেখা দিয়েছে। সেই সংকট এখনও কেটে ওঠার কোনো আভাস মিলছে না। এরইমধ্যে নতুন করে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, শুক্রবার বেলা ১১টা ৪৬ মিনিটে রুশ যুদ্ধবিমান এসইউ-৪৬ তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ে। তার আগে যুদ্ধবিমানটিকে ইংরেজি ও রুশ ভাষায় কয়েক দফায় সতর্কতা দেওয়া হয়।
 
এই ঘটনার জেরে আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে ‘কড়া প্রতিবাদ ও নিন্দা’ও জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান মস্কোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রুশ যুদ্ধবিমান যদি এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে, তবে তাদের আগের মতোই পরিণতি ভোগ করতে হবে। তবে রাশিয়া জোর দিয়ে জানিয়েছে তাদের যুদ্ধবিমান তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেনি কিংবা কোনো সতর্কবাণী পায়নি তুরস্কের কাছ থেকে। 
 
প্রথম দফায় রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার জের ধরে রাশিয়া ও তুরস্কের মধ্যে বেশ কূটনৈতিক যুদ্ধ হয়। তুরস্কের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। তুরস্কের ব্যবসায়ীদের মতে এই অবরোধে তাদের অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে হবে। বিবিসি।

ইজিয়ান সাগরে নৌকাডুবে ৪০ শরণার্থীর মৃত্যু

ইজিয়ান সাগরে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা দোগানের প্রতিবেদন বলা হয়, তুরস্কের আইভসিক উপকূলে শনিবার একটি নৌকা ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। 
 
এছাড়া আরও ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ১৭ মিটার লম্বা নৌকাটি অন্তত ১২০জন যাত্রী নিয়ে গ্রিসের লেসবস দ্বীপে যাচ্ছিল। তুরস্কের কোস্টগার্ড এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে দোগান নিউজ।
 
উদ্ধারকর্মীরা জানায়, জীবিত উদ্ধার ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হাইপোথারমিয়ার লক্ষণ দেখা গেছে। শরণার্থীদের অধিকাংশই সিরিয়া, আফগানিস্তান ও মিয়ানমারের নাগরিক। আইভসিকের মেয়র টেলিফোনে সিএনএন তুর্কি নিউজ চ্যানেলকে বলেন, ডুবুরিরা এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে। আমার আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়বে। শরণার্থীদের চিৎকারে স্থানীয় লোকজন জেগে ওঠে। তারপর থেকেই আমাদের উদ্ধার অভিযান চলছে। শুধু লেসবসের সঙ্গেই আমাদের ৮০ কিলোমিটার দীর্ঘ উপকূল রয়েছে। এত দীর্ঘ এলাকা নজরে ও নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন। গত বছর ১০ লাখের বেশি শরণার্থী ও অভিবাস প্রত্যাশী সমুদ্র ও স্থল পথে ইউরোপে গিয়েছে। বিপদ সঙ্কুল পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে প্রায় ৩৬০০ জন। রয়টার্স।

বকেয়া বেতনের দাবিতে ইরাকের কুর্দি শিক্ষকরা ধর্মঘটে

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের হাজার হাজার শিক্ষক তাদের গত কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট করছেন। ইরাকের কুর্দি অঞ্চলে তেলের দাম ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং অঞ্চলটি অর্থনৈতিক সংকটের মুখে। 
 
এ প্রেক্ষিতে আঞ্চলিক সরকারের বহু কর্মীর বেতন বকেয়া পড়েছে। সুলাইমানিয়া প্রদেশের কুর্দিস্তান শিক্ষক ইউনিয়নের উপ-প্রধান সিঞ্জার ফায়েক বলেন, গত চার মাস ধরে কুর্দিস্তানের শিক্ষকরা কোন বেতন পাচ্ছেন না। বার্তা সংস্থা এএফপি-র খবরে বলা হয়েছে, সুলাইমানিয়া প্রদেশে এই ধর্মঘট চলছে। ৫০ হাজার শিক্ষক এই ধর্মঘটে অংশ নিচ্ছেন।
 
সুলাইমানিয়ার একটি স্কুলের অধ্যক্ষ আরি আহমেদ বলেন, সরকার যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ না করছে ততক্ষণ পর্যন্ত ধর্মঘট চলবে। কুর্দিস্তান আঞ্চলিক শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা শর্শ ঘাফুরি বলেন, কতজন শিক্ষক ধর্মঘট করছেন তা তিনি জানেন না। তবে এ সংখ্যা অনেক হতে পারে।
 
অর্থনৈতিক সংকটের কথা ব্যাখ্যা করে ঘাফুরি বলেন, সরকার শিক্ষকদের বেতন পুরোপুরি পরিশোধ করতে গত সেপ্টেম্বর থেকে আরো অর্থের জন্য অপেক্ষা করছে। গোটা দেশের মত আঞ্চলিক সরকারের তহবিলেরও বেশিরভাগ আসে তেল বিক্রির অর্থ থেকে। তবে সেখানে তেলের মুল্য ব্যাপকভাবে কমে গেছে। এএফপি।

গুয়াতেমালায় ১০৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত

গুয়াতেমালায় কমপক্ষে ১শ’ ৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাস সদ্যজাত শিশুর মস্তিষ্কে ব্যাপক ক্ষতি করতে পারে।
 
গুয়াতেমালা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহামারি ব্যাধি সংক্রান্ত বিশেষজ্ঞ জুডিথ গার্সিয়া শনিবার সংবাদপত্র প্রেনসা লিবরাকে বলেন, জিকা ভাইরাস হয়েছে এমন সন্দেহে ২শ’ জনের ওপর পরীক্ষা চালানো হয়। এর মধ্যে ১০৫ জনের শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাদের মধ্যে ২০১৫ সালেই ৬৮ জন আক্রান্ত হন। এডিস মশা এই জিকা ভাইরাস ছড়ায়। এ মশা ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগের ভাইরাসও বহন করে। জিকা রোগের উপসর্গ হল-হালকা জ্বর, মাথা ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা ও লাল রঙের ফুসকুড়ি ওঠা।
 
গার্সিয়া বলেন, গুয়াতেমালার আর্দ্র জলবায়ু এই ভাইরাস ছড়ানোর জন্য উপযোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্কবাণী করেছে, এই ভাইরাস আমেরিকা মহাদেশে দ্রুত ছড়াচ্ছে এবং চলতি বছর ৩০ লাখ থেকে ৪০ লাখ লোক এতে আক্রান্ত হতে পারে। এই রোগ এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছড়িয়েছে ব্রাজিলে। গত এপ্রিল থেকে ১৫ লাখেরও বেশি লোক এতে আক্রান্ত হয়েছে। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ২১ দেশে এই ভাইরাস ছড়াচ্ছে। এএফপি।

ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত ইসরাইল!

ফিলিস্তিনের সঙ্গে ফ্রান্সের প্রস্তাবিত শান্তি আলোচনায় ইসরাইল বসতে পারে বলে জানিয়েছে দেশটির এক মুখপাত্র। তবে শান্তি আলোচনা ব্যর্থ হলে ফিলিস্তিনকে রাষ্ট্র বিবেচনা করাটা ভুল হবে বলেও জানান তিনি।
 
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ মুখপাত্র আরও বলেন, ‘আমরা যদি কোনো প্রস্তাব পাই তবে অবশ্যই বিবেচনা করবো এবং সাড়া দিব।’ এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস কূটনীতিকদের বলেছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে।
 
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফ্রান্সের পরিকল্পনাকে সমর্থন জানাতে আফ্রিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলের মন্ত্রিসভার দুই সদস্য যারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব কাছের তারা বলেন, ইসরায়েলের এমন বৈঠক বয়কট করা উচিত।
 
দুটি পৃথক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে যোগাযোগমন্ত্রী ইসরায়েল কাতজ ও জ্বালানি মন্ত্রী ইউভাল স্টেইনিজ বলেন, ‘নিরাপত্তা হুমকি নিয়ে ইসরায়েল কোনোভাবেই এমন সম্মেলনে অংশ নেবে না।’ সূত্র: রয়টার্স

৪ মাসে সিরিয়ায় রুশ হামলায় ১৪০০ নাগরিক নিহত

সিরিয়ায় রুশ বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় এক হাজার ৪০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
 
শনিবার যুক্তরাজ্য ভিত্তিক এই সংগঠনটি দাবি করে, হামলায় ৯৬৫ আইএস জঙ্গিও নিহত হয়েছে। এছাড়া অন্যান্য জঙ্গি সংগঠনের ১ হাজার ২৩৩ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
 
জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় সিরিয়ার প্রধান বিরোধী দল রাশিয়ার বিমান হামলা থামানোর দাবি জানায়। তারা দাবি করে, রুশ বিমান হামলায় বেশিরভাগ সময়ই বেসামরিক নাগরিক মারা যায়।
 
গত বছর ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। রাশিয়া সবসময়ই আইএসকে লক্ষ্য করে হামলা চালায় দাবি করলেও বিদ্রোহীদের অভিযোগ রুশ বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হচ্ছে। সূত্র: রয়টার্স

মস্কোয় কারখানায় আগুন: নিহত ১২

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কারখানায় আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন শিশুও রয়েছে। রাশিয়ার কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগুন লাগার পর কারখানাটির ছাদ ধসে পড়ে।
 
রুশ বার্তা সংস্থা তাস কারখানাটি থেকে ১২টি মৃতদেহ উদ্ধার হওয়ার খবর জানিয়েছে। আগুনে ৩২ হাজার বর্গফুটের কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। 
 
ধারনা করা হচ্ছে নিহতদের সবাই বিদেশি নাগরিক। কাজের পাশাপাশি তারা কারখানাটিতেই বসবাস করতেন।
 
রাশিয়ার শিশু অধিকার কমিশনার পাভেল আসতাখভ টুইট বার্তায় নিহতদের মধ্যে তিন শিশু থাকার কথা নিশ্চিত করেছেন। সূত্র: এএফপি

শিশু ধর্ষণের পর হত্যার অপরাধে দুই যুবকের ফাঁসির আদেশ

নয় বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অপরাধে পিরোজপুরে দুই যুবককে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। পিরোজপুরের জেলা, দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. গোলাম কিবরিয়া রবিবার চাঞ্চল্যকর একটি মামলায় এ মৃত্যুদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে উভয়কে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 
 
মৃত্যুদণ্ডিতরা হলেন- জেলার মঠবাড়িয়া উপজেলার বুখাইতলা-বান্ধবপাড়া গ্রামের মেহেদী হাসান স্বপন (২৩) ও সুমন জোমাদ্দার (২১)।
 
মামলার বিবরণে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের ফুলমিয়ার মেয়ে ফাতেমা আক্তার ইতি একই উপজেলার বুখাইতলা-বান্ধবপাড়া গ্রামে তার নানা বাড়িতে থেকে স্থানীয় হাতেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। ২০১৪ সালের ৫ অক্টোবর সকালে একটি গরুকে ঘাস খাওয়াতে সে ওই বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। মাঠে গরু বেঁধে ইতি দুপুরেও ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজন ও প্রতিবেশিরা তার খোঁজ শুরু করে। এক পর্যায়ে পরদিন দুপুরে বাড়ির পাশে একটি বাগানের মধ্যে ক্ষত-বিক্ষত অবস্থায় তার মৃতদেহ দেখতে পাওয়া যায়। 
 
খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পিরোজপুর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। ময়না তদন্তকারী চিকিৎসক ডা. ননী গোপাল রায় তার প্রতিবেদনে উল্লেখ করেন যে, ইতিকে ধর্ষণ করে তাকে ক্ষত-বিক্ষত করা হয়েছে। ধর্ষণ শেষে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা নিহতের বাবা মামলার বাদি মো. ফুল মিয়া এবং নানা মো. আব্দুর রব মাষ্টারের সঙ্গে হত্যার পূর্বাপর ঘটনা নিয়ে আলোচনায় সন্দেহ করেন যে, ইতির মামাতো ভাই মেহেদী হাসান স্বপন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ মেহেদী ও তার সহযোগী সুমন জোমাদ্দারকে গ্রেফতার করে আদালতে পাঠায়। 
 
সুমন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায় যে, তারা দুইজন মিলে ইতিকে বাঘডাসা দেখানোর লোভ দেখিয়ে বাগানে নিয়ে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে  হত্যা করে।
 
মামলাটির অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস উল্লেখ করেন যে, মেহেদী ইতির বড় বোন বিথিকে বিয়ের প্রস্তাব দিয়ে ছিল। বিথির পরিবার এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে মেহেদী তার সহযোগী সুমনকে নিয়ে ফন্দি আঁটে যে, ইতিকে ধর্ষণের পর হত্যা করলে স্বজনেরা এ ঘটনা নিয়ে ব্যস্ত থাকবে। এ সুযোগে মেহেদী বিথিকে অপহরণ করে তিনি পালিয়ে যাবেন। বিথির প্রতি মেহেদীর আসক্তিকে প্রশমনের জন্য অভিভাবকেরা রিনা নামের একটি মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে ছিলেন। কিন্তু তিনি রিনাকে প্রায়ই নির্যাতন করত, শিশু ইতি এ নির্যাতনে বাধ সাধত। এ কারণেও ইতির প্রতি মেহেদীর আক্রোশ ছিল। 
 
মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এলে বিচারক সর্বমোট ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। ইতির বড় বোন বিথি আদালতে দেয়া সাক্ষ্যে জানান, বিয়ের পরও মেহেদী তাকে উত্ত্যক্ত করত। 
 
সাক্ষীদের সাক্ষ্য, মামলার আলামত এবং আনুষঙ্গিক বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে আদালতের কাছে সন্দেহাতীভাবে প্রতীয়মান হয় যে, মেহেদী এবং সুমনই পূর্ব পরিকল্পিতভাবে ইতিকে ধর্ষণের পর হত্যা করেছে। আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় দেয়া হয়।
 
রাষ্ট্রপক্ষে এ মামলাটি পরিচালনা করেন পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সিরাজুল হক ও অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগ

এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মন্ত্রীসভার বৈঠকের স্থান ও সময়সূচীতে পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, 'মূলত এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সমস্যার বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হয়েছে মন্ত্রীসভার বৈঠকের সময় ও স্থান। সোমবারের এই বৈঠকটি সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং তা শুরু হবে এসএসসি পরীক্ষার্থীরা হলে পৌছে যাবার পরে সকাল ১০টা ৩০ মিনিটে।'

স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

স্কটল্যান্ডকে ১১৪ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। রবিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
 
রবিবার সকালে টসে হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। ১৭ রানে দুই উইকেট পড়ে যাওয়ায় কিছুটা চাপে পড়তে হয় বাংলাদেশকেঅ সাইফ হাসান ৪৯ করে দলকে কিছুটা এগিয়ে দেন।  অধিনায়ক মেহেদি হাসান মিরাজের অর্ধশতক দলকে আরো এগিয়ে নিয়ে যায়। আর নাজমুল হাসান শান্তর ১১৩ রানে ভর করে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৫৬ রান।
 
বড় রানের টার্গেটে মাঠে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার এনডি ফ্লাক ও জনস্টন ২০ এর কোঠায় রান করেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আজিম দার (৫০)। এছাড়া ওয়ালার করেন ২৪ রান। আর কেউ রানের দিক থেকে দুই ঘরে পৌঁছাতে পারেননি। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৪২ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড।
 
প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল।

Saturday, January 30, 2016

রোগ নিরাময়ে বাধাকপির জুস

শত বছর আগে থেকেই ওষুধ হিসেবে বাধাকপি ব্যবহৃত হয়ে আসছে। এটি সত্যি যে বাধাকপির জুস অনেক রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদিফুড টিম দিয়েছে এই বিষয়ে কিছু পরামর্শ।
১.  বাধাকপিতে রয়েছে মিনারেলস। এটি শরীরে মিনারেলসের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখে। রয়েছে ভিটামিন সি এবং ইউ।
২. এটি শরীরের ভিটামিন এবং খনিজ পুনরুদ্ধারে সাহায্য করে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, শরীর দুর্বল থাকলে বাধাকপি খান।
৩. এটি প্রস্রাব ভালোভাবে হতে সাহায্য করে। এটি ডিউডেনাম এবং পাকস্থলি আলসার রোধে সাহায্য করে।
৪. এটি সকালের মাথা ব্যথা বা মর্নিং হেডেক সারাতেও বেশ কার্যকরী।
৫. গবেষকরা বলেন, যারা সপ্তাহে কয়েকবার বাধাকপি খায়, তাদের কোলোন টিউমারের ঝুঁকি কম থাকে, যারা খায় না তাদের তুলনায়।
৬. বাধাকপির জুসের সঙ্গে গাজরের রস মিলিয়ে খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। এটি অস্টিওপোরোসিস থেকে সুরক্ষা দেয়।
৭. যদি আপনি কানে কম শোনেন বা কানের সমস্যায় ভোগেন তবে বাধাকপির জুস উৎকৃষ্ট প্রাকৃতিক নিরাময়ক।
৮.  বাধাকপির রস অন্ত্রকে পরিষ্কার করতে সাহায্য করে; কোষ্ঠকাঠিন্য দূর করে। এর মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লামেটোরি উপাদান। এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে এবং দেহকে বলিষ্ঠ করে।

মাত্র একটি পাতা স্ট্রোক, ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমাবে

জলপাইয়ের তেলের গুণের কথা তো প্রায় সবাই জানি। তবে জানেন কি জলপাই গাছের পাতারও রয়েছে জাদুকরি উপকারিতা? প্রাচীন সংস্কৃতিতে বিভিন্ন রোগ নিরাময়ে এটি ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক সময়ের গবেষণাগুলোতেও এটি ব্যবহারের ইতিবাচক দিকগুলো উঠে এসেছে।
মূলত ফিটোকেমিক্যাল নামক উপাদান থেকে সব স্বাস্থ্যকর গুণের শুরু। ফিটোকেমিক্যাল পাওয়া যায় গাছগাছালি বা উদ্ভিদের মধ্যে। কীটপতঙ্গ থেকে এটি গাছপালাকে সুরক্ষা দেয়। যখন আমরা সেই গাছের লতাপাতা খাই, ফিটোকেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়।
জলপাইয়ের পাতার মধ্যে অলিওরোপিয়েন নামক এক ধরনের ফিটোকেমিক্যাল পাওয়া যায়। এর রয়েছে বিভিন্ন উপকারিতা যা স্বাস্থ্যের জন্য ভালো।
বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড এবং রিয়েল ফার্মেসি ডট কম জানিয়েছে জলপাইয়ের পাতার বিভিন্ন উপকারিতার কথা।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
জলপাইয়ের পাতার মধ্যে থাকা অলিওরোপিয়েন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটি রক্তনালিকে শিথিল করতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, অনিয়মিত হৃদস্পন্দন কমায়। এ ছাড়া করনারি আর্টারিতে রক্ত চলাচল ঠিক রাখতে কাজ করে।
ডায়াবেটিস
গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের পাতা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ‘টাইপ টু’ ডায়াবেটিস প্রতিরোধ করে। জলপাইয়ের পাতা শরীরের স্বাস্থ্যকর টিস্যুগুলোকে সুরক্ষা দেয়।
ক্যানসার প্রতিরোধ করে
জলপাইয়ের পাতার নির্যাস স্তন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এটি ক্যানসার তৈরিকারী কোষ বৃদ্ধিতে বাধা দেয়। এ ছাড়া টিউমারের বৃদ্ধিও কমিয়ে দেয়।
নিউরোপ্যাথি

জলপাইয়ের পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটোরি উপাদান। এটি মস্তিষ্ককে সুরক্ষা দেয়; কেন্দ্রীয় স্নায়ু পদ্ধতিকে স্ট্রোকের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখে। এ ছাড়া এটি প্রবীণ বয়সের পারকিনসন এবং স্মৃতিভ্রম রোগও প্রতিরোধ করে।
অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান
জলপাইয়ের পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টিব্যাকেটিরিয়াল উপাদান। এটি বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এ ছাড়া এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এটি ফ্রি র‍্যাডিকেল প্রতিরোধ করে। জলপাইয়ের পাতা প্রদাহ থেকে রেহাই দেয়। 
হাড়ের গঠন
২০১১ সালে স্পেনে একটি গবেষণার ফলাফলে বলা হয়, অলিওরোপিয়েন হাড়ের ঘনত্ব কমে যাওয়া প্রতিরোধ করে। হাড় ক্ষয় রোগের সঙ্গে লড়াই করে। এ ছাড়া এই পাতা হাড় তৈরিকারী কোষকে তৈরি হতে উদ্দীপ্ত করে। একে মোটামুটি নিরাপদ খাবারই বলা যায়। জলপাইয়ের পাতার নির্যাস তরল আকারে বা শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন। জলপাইয়ের পাতার চা বানিয়েও খেতে পারেন।
তবে যদি কেউ কেমোথেরাপি নেয়, এটি না গ্রহণ করাই ঠিক হবে। আর সবচেয়ে ভালো উপায় হলো, যে কোনো কিছু গ্রহণের আগে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া।

ওজন কমাতে পাঁচ চা

চা পান করা ছাড়া এক দিনও চলে না এ রকম মানুষ চারপাশে বিরল নয়। এক কাপ ধূমায়িত চা আদর্শ হয়ে উঠতে পারে আপনার গলা ব্যথা সারানোর জন্য, শীতের রাতে উষ্ণতার অনুভূতি দেওয়ার জন্য। তবে সচরাচর আমরা যে ধরনের চা পান করি তার অভ্যাসটি একটু বদলে দিয়ে যদি কিছু ভিন্ন স্বাদের চা  খাই তবে আমেজের পাশাপাশি এটি আপনার ওজন হ্রাসেও সাহায্য করবে। এরকমই কিছু চায়ের সন্ধান দিয়েছে ইয়াহু হেলথ। এসব চা ক্ষুধা বৃদ্ধির হরমোনকে নিয়ন্ত্রণ করে শরীরের ক্যালোরি ঝড়াতে কাজ করবে। ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণেও সাহায্য করবে।
সবুজ চা বা গ্রিন টি
কাজে বের হওয়ার আগে এককাপ গ্রিন টি পান দেহের শক্তি জোগাতে কাজ করবে। সম্প্রতি ১২ সপ্তাহ ধরে করা একটি গবেষণায় দেখা গেছে, যাঁরা একেবারেই চা পান করেন না তাঁদের তুলনায় প্রতিদিন যাঁরা চার থেকে পাঁচ কাপ গ্রিন টি পান করেন তাঁরা ২ অথবা এর বেশি পাউন্ড ওজন কমাতে সক্ষম হয়েছেন। এই চা দেহের চর্বি কোষ থেকে চর্বি ঝড়াতে সাহায্য করে এবং লিভারের অবস্থানকে ভালো রাখে।
ওলং চা
ওলং চা, যার চীনা নাম ব্ল্যাক ড্রাগন। এই চা হালকা স্বাদের। ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং শরীরের শক্তি ধরে রেখে চর্বি কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ওলং চা পান করেছেন তাঁরা ছয় সপ্তাহের মধ্যে ছয় পাউন্ড ওজন হ্রাস করতে পেরেছেন। অর্থাৎ প্রতি সপ্তাহে এক পাউন্ড করে! তাই ওজন হ্রাসে নিয়মিত এই চা পানের অভ্যাসও করতে পারেন।
পুদিনার চা
নিজেকে আকর্ষণীয় ফিগারের অধিকারী দেখতে পান করতে পারেন পুদিনা পাতার চা। গবেষণায় বলা হয়, যারা পুদিনা পাতার চা পানকে তাদের অভ্যাসে পরিণত করেছেন তাঁরা এক মাসে পাঁচ কেজি পর্যন্ত ওজন হ্রাস করতে পারবেন।
সাদা চা
সাদা চা বা হোয়াইট টির মধ্যে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট রয়েছে। গবেষণায় বলা হয়, এই চা চর্বি ভাঙতে সাহায্য করে শরীরকে চাঙা রাখে। যদি সত্যিই কোনো ডায়েট টি খুঁজতে চান তবে সত্যিই এটির জুড়ি নেই।
রুইবস টি
মূলত লাল গুল্ম থেকে রুইবস চায়ের উৎপত্তি। দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন এলাকার কাছাকাছি কেডারবার্গ প্রদেশে এই চা উৎপন্ন হয়। এই চা শরীরের চর্বি ঝড়ানোর পাশাপাশি চাপ তৈরির হোরমোনকে (স্ট্রেস হরমোন) নিয়ন্ত্রণে সাহায্য করে। হাইপার টেনশন, কার্ডিওভাসকুলার রোগ, শরীরে ইনসুলিনের মাত্রা সঠিক রাখা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এই চা বেশ কার্যকরী।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates