বিতর্ক যেন রোনাল্ডোর সঙ্গী। কয়েকদিন আগে ব্রাজিলের এক মডেলকে পিঠে নিয়ে একটি ম্যাগাজিনের কভার পেজের মডেলিংয়ে অংশ নিয়েছিলেন। সেই ছবি নিয়েও অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল।
ইদানিং গোল পাচ্ছেন না রিয়াল মাদ্রিদ এ স্টার। তাই তো তাকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গোল তো পাচ্ছেনই না উল্টো বিপক্ষের ডিফেন্ডারকে লাথি মেরে আরো সমালোচিত হচ্ছেন পর্তুগিজ অধিনায়ক।
তবে রিয়াল বেটিসের ডিফেন্ডার মোলিনেরোকে ইচ্ছা করে তিনি লাথি মারেননি বলে দাবি করেছেন সিআর সেভেন। রোববার রাতে বেটিসের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয় জিনেদিন জিদানের রিয়ালের। ওই ম্যাচে গোল করা তো দূরের কথা, গোলের সুযোগও তেমন তৈরি করতে পারেননি রোনাল্ডো। বরং দ্বিতীয়ার্ধে খারাপ কারণে শিরোনামে এলেন।
গোল করতে না পেরে চটে ছিলেন রোনাল্ডো। আর সেই রাগ তিনি উগরে দেন বিপক্ষ ডিফেন্ডার ফ্রান্সিসকো মোলিনেরোকে লাথি মেরে। অবশ্য রেফারির নজর এড়িয়ে যাওয়ায় কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি রোনাল্ডোকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হচ্ছেন জিদানের এ শিষ্য। নজর এ়ড়াতে পারেনি ঘটনাটা। ঠিক এক সপ্তাহ আগেও স্পোর্টিং গিজন ম্যাচে নাচো কেসেসকে লাথি মারতে দেখা যায় রোনাল্ডোকে। বেঞ্জিমার গোলে ম্যাচ ড্র করে রিয়াল। কিন্তু ফের লাথি-বিতর্কে প্রশ্নের মুখে পড়তে হয় রোনাল্ডোকে।
লাথি মারার পর পরে যান মোলিনেরো (লালবৃত্তে)ইচ্ছে করে তিনি লাথি মারেননি। সেই কথা জানিয়ে রোনাল্ডো বলেন, আমি জেনেশুনে লাথি মারিনি। ইচ্ছা করে লাথি মারলে মোলিনেরো দাঁড়াতেই পারত না। আর আমি কোনও দিন ইচ্ছে করে মারিনি, মারবও না।
রিয়াল মহাতারকা যাই বলুন না কেন, বেটিস ডিফেন্ডার মোলিনেরো বলছেন, রোনাল্ডো খুব খারাপ জিনিস করল। ও রকম ভাবে ওর পা চালানো উচিত হয়নি। আমি নিজেও অনেক ফাউল করি। কিন্তু তখন বলটাই ছিল না আমার কাছে। তাও ও এ রকম করল। রেফারি দেখতে পেলে কিন্তু কড়া কিছু পদক্ষেপ নিতেন ওর বিরুদ্ধে।
এদিকে কিছুদিন আগে রিয়াল ছাড়ছেন রোনাল্ডো শিরোনামে বেশ কিছু খবর বের হয়। তিনি হয়তো পিএসজি বা আমেরিকান কোনো ক্লাবে নাম লেখাবেন। পরে অবশ্য নিজেই সেইসব গুজব বলে উড়িয়ে দেন। তবে ভবিষ্যতে তিনি রিয়াল ছাড়বেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন।
অনেকেই ভাবছেন, স্পেনে সুখী নন রোনাল্ডো। তাই হয়তো নিজের সেরাটা আর দিতে চাচ্ছেন না এ তারকা খেলোয়াড়। অনেকের মতে, রিয়ালে রোনাল্ডোর ভবিষ্যত শেষ। রিয়ালের টিম ম্যানেজমেন্টই হয়তো রোনাল্ডোকে আর দলে রাখবেন না।
তবে রিয়ালের নতুন কোচ জিদান বলছেন অন্যকথা। তিনি জানিয়েছেন, রোনাল্ডো ঠিক গোল করবে। আগের ম্যাচেই তো দুটো গোল করেছিল। আমি কোচ থাকা অবধি রোনাল্ডোকে বিক্রি করার কোনও প্রশ্নই উঠছে না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment