চলতি বছরের আগস্টের ৫ তারিখ থেকে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী অলিম্পিক গেমস।তবে অলিম্পিকের এই সাজ সাজ রব যেন এখন পরিণিত হয়েছে অন্ধকারে। কারণ মশাবাহিত আলোচিত রোগ জিকা ভাইরাস।
তবে অলিম্পিক গেমস যেন কোন প্রকার প্রাণ না হারায়, সেই জন্য রিও ডি জেনেরিও কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা।
তারা বলছে এ বছরেই অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমসকে জিকা ভাইরাস মুক্ত রাখতে চার মাস আগে থেকেই মশার বিস্তারের এলাকাগুলো পরীক্ষা করা হবে।খেলা চলা কালীন প্রতিদিন সেসব এলাকা ধোয়ামোছার কাজ করা হবে।তবে মশা নিধনকারী কোন ওষুধ ছিটানোর বিষয়টি পরিস্থিতি অনুযায়ী করা হবে।কারণ কর্তৃপক্ষ মনে করছে এতে করে খেলোয়াড় ও দর্শক যারা আসবেন তাদের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।
তবে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করে বলছেন খেলাটি যেখানে হবে সেটা অপেক্ষাকৃত ঠাণ্ডা এবং আগস্ট মাসে অলিম্পিক হবে যখন মশা বা মশা বাহিত রোগের প্রকোপ খুব একটা দেখা যায় না।
মাত্র কয়েক দিন আগেই মহিলাদের প্রতি আপাতত সন্তান ধারণ না করার জন্য আহ্বান জানিয়েছেন এল সালভেদরের স্বাস্থ্য উপমন্ত্রী এডুয়ার্ডো এসপিনেজো।
মশা বাহিত এই ভাইরাস গর্ভবতী মায়েদের শরীরে ঢুকতে পারলে তা গর্ভস্থ ভ্রূণকে আক্রমণ করে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও কর্তৃপক্ষ গর্ভকালীন অবস্থায় মায়েদের অলিম্পিক গেমসে আসার নিষেধাজ্ঞা আরোপ করেছে।
চলতি বছর ব্রাজিলের ২৬টি রাজ্যের ১৮টিতে সনাক্ত হয়েছে। অপূর্ণাঙ্গ মাথার শিশুর জন্মের সাথে জিকা ভাইরাসের সম্পর্ক রয়েছে। ভাইরাসটির কারণে শিশুর মস্তিস্ক ছোট্ট আকৃতির এবং বুদ্ধিমত্তা বাধাগ্রস্ত হয়।
ব্রাজিল সরকারের হিসেব মতে, চলতি বছর ব্রাজিলে এ ধরনের ৭৩৯টি শিশু সনাক্ত করা হয়েছে। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১৪৭।
No comments:
Post a Comment