Social Icons

Sunday, January 31, 2016

'গণতন্ত্র নিরাপদ করতে খালেদা ও জামায়াতকে রুখতে হবে'

গণতন্ত্রকে স্থায়ী ও নিরাপদ করতে হলে খালেদা জিয়া ও জামায়াতকে রুখতে হবে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার দুপুরে ময়মনসিংহ টাউনহলে জেলা জাসদের সম্মেলন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্রকে স্থায়ী ও নিরাপদ করতে হলে খালেদা জিয়া ও জামায়াতকে আর ক্ষমতা দখল করতে দেয়া যাবে না।

তিনি বলেন, খালেদার হাত ধরে জঙ্গিরা আর যাতে ঘাঁটি ও খুঁটি গাড়তে না পারে, সেই ব্যবস্থা করাই হচ্ছে গুরুত্বপুর্ণ কাজ। জামায়াতকে নিষিদ্ধ করলে, জঙ্গিদের দমন করলে, যুদ্ধাপরাধীদের ফাঁসি দিলে, বাংলাদেশ নিরাপদ হবে।

ইনু বলেন, যারা বঙ্গবন্ধু, '৭১ এর শহীদ ও মুক্তিযুদ্ধ নিয়ে আবোল-তাবোল কথা বলবে, তাদের জায়গা হয় পাগলা গারদে, নয়তো আদালতের বারান্দায়। প্রয়োজনে তাদের গলাধাক্কা দিয়ে রাজনীতি থেকে বের করে দেয়া হবে।

জাসদ সভাপতি বলেন, গণতন্ত্রে ভিন্নমতকে জায়গা দেয়া হবে, কিন্তু কোনো আগুন সন্ত্রাসীদের জায়গা দেয়া হবে না।

২০১৯ সালেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগুন সন্ত্রাসীরা আসবে কি আসবে না, তা নিয়ে মায়া কান্না করে লাভ নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার চক্রান্ত চলছে। তারা ইতিহাস স্বীকৃত ঘটনাকে বিকৃতির চেষ্টা চালাচ্ছে। তারা মুক্তিযুদ্ধ, একাত্তরের শহীদ, বঙ্গবন্ধু, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে কটাক্ষ করছে, বিদ্রুপ ও অপমান করছে।

জেলা জাসদের সভাপতি এডভোকেট গিয়া উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরিণ আক্তার এমপি, যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন খান, নাজমূল হক প্রধান এমপি, লুৎফা তাহের এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে ময়মনসিংহ, গাজীপুর, নেত্রকোণা, শেরপুর ও টাঙ্গাইল জেলার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates