স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনো দলকে নিষ্ক্রিয় বা ধ্বংস করা আওয়ামী লীগের কাজ নয়। আওয়ামী লীগ সবাইকে নিয়ে রাজনীতি করার চিন্তা করে। আওয়ামী লীগ সব সময়ই গণতন্ত্রের উপর বিশ্বাসী ও আস্থাশীল।'
শনিবার দুপুরে হবিগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত জেলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির বিরুদ্ধে মামলার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘শুধু বিএনপি নয়, ২০ দলীয় জোট কীভাবে অগ্নি সন্ত্রাস করেছে, তারা কিভাবে জ্বালাও পোড়াও করেছে তা সবাই দেখেছে। এসব হত্যা ও সম্পদ ধ্বংসের এবং মানুষকে অগ্নিদগ্ধ করার ঘটনায় মামলাতো হবেই।’
এর আগে জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত জেলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মন্ত্রী।
এতে অন্যান্যের মধ্যে এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, এমপি অ্যাডভোকেট মাহবুব আলী, এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, সিলেটের ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
পরে মন্ত্রী লাখাই উপজেলার স্বজন গ্রামে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করেন।
No comments:
Post a Comment