ঢাকা: রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের সমন গ্রহণ না করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার গেটে সমনের নোটিশ ঝুলিয়ে দিয়েছেন আদালতের কর্মকর্তা।
মঙ্গলবার সন্ধ্যায় খালেদার বিরুদ্ধে সমন নিয়ে প্রথমে গুলশানের কার্যালয়ে যান সিএমএম আদালতের প্রসেস সার্ভার জাবিদ হোসেন বাচ্চু। কার্যালয়ে কেউ সমন গ্রহণ না করায় তিনি গুলশানের বাসভবনে গিয়ে নোটিশটি ঝুলিয়ে দেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্যের অভিযোগে সোমবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেটের আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. মোমতাজউদ্দিন আহমদ মেহেদী। পরে বিচারক মো. রাশেদ তালুকদার মামলাটি গ্রহণ করে খালেদা জিয়াকে আগামী ৩ মার্চ আদালতে হাজির হতে সমন জারি করেন। সেই সমন নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আদালতের কর্মকর্তারা খালেদার গুলশানের বাসায় আসেন।
মামলায় বাদী আদালতে দেয়া জবানবন্দিতে বলেন, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘তিনি তো (বঙ্গবন্ধু) বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। শহীদ প্রেসিসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। ‘আজকে বলা হয়, এতো (৩০ লাখ) শহীদ হয়েছে, এটা নিয়েও তো অনেক বিতর্ক আছে।’ এই বক্তব্য পরদিন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সবিস্তারে প্রকাশিত হয়।
তিনি বলেন, এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর গত ২৩ ডিসেম্বর খালেদার জিয়াকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশে খালেদা জিয়াকে এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হলেও তিনি কর্ণপাত না করায় গত ১৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে আবেদন করা হয়। আবেদন অনুযায়ী গত ২১ জানুয়ারি মামলার অনুমতি প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment