জিকা ভাইরাস আক্রান্ত গর্ভবতী নারীদের গর্ভপাতের অনুমতি দিতে ব্রাজিলের সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন দেশটির আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিজ্ঞানীদের একটি দল। দুই মাসের জন্য এ অনুমতি চেয়ে শুক্রবার এ আবেদন করা হয়। ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক দেবোরা দিনিজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
দেবোরা দিনিজ বিবিসিকে বলেন, ‘জিকার কারণে অনেক গর্ভবতী নারী তাঁদের অনাগত সন্তান নিয়ে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে আছেন।’ উল্লেখ্য, ২০১২ সাল থেকে ব্রাজিলে স্বাস্থ্যঝুঁকি কিংবা ধর্ষণের ঘটনা বাদে গর্ভপাত অবৈধ।
বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাবে, এক বছরের মধ্যে দক্ষিণ ও উত্তর আমেরিকায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়া জিকা ভাইরাস আগামী এক বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ পর্যন্ত মানুষ আক্রান্ত হতে পারে। সংস্থাটির এই ঘোষণার পরই ব্রাজিলের সমাজকর্মীরা এই আহ্বান জানান। এর আগে, এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতা জারি করে সংস্থাটি।
এদিকে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, অগাস্টে ব্রাজিলে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের খেলোয়াড় ও কর্মকর্তাদের জিকা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে সব রকম চেষ্টাই করবে সংস্থাটি।
No comments:
Post a Comment