ফিলিস্তিনের সঙ্গে ফ্রান্সের প্রস্তাবিত শান্তি আলোচনায় ইসরাইল বসতে পারে বলে জানিয়েছে দেশটির এক মুখপাত্র। তবে শান্তি আলোচনা ব্যর্থ হলে ফিলিস্তিনকে রাষ্ট্র বিবেচনা করাটা ভুল হবে বলেও জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ মুখপাত্র আরও বলেন, ‘আমরা যদি কোনো প্রস্তাব পাই তবে অবশ্যই বিবেচনা করবো এবং সাড়া দিব।’ এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস কূটনীতিকদের বলেছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফ্রান্সের পরিকল্পনাকে সমর্থন জানাতে আফ্রিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলের মন্ত্রিসভার দুই সদস্য যারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব কাছের তারা বলেন, ইসরায়েলের এমন বৈঠক বয়কট করা উচিত।
দুটি পৃথক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে যোগাযোগমন্ত্রী ইসরায়েল কাতজ ও জ্বালানি মন্ত্রী ইউভাল স্টেইনিজ বলেন, ‘নিরাপত্তা হুমকি নিয়ে ইসরায়েল কোনোভাবেই এমন সম্মেলনে অংশ নেবে না।’ সূত্র: রয়টার্স
No comments:
Post a Comment