শত বছর আগে থেকেই ওষুধ হিসেবে বাধাকপি ব্যবহৃত হয়ে আসছে। এটি সত্যি যে বাধাকপির জুস অনেক রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদিফুড টিম দিয়েছে এই বিষয়ে কিছু পরামর্শ।
১. বাধাকপিতে রয়েছে মিনারেলস। এটি শরীরে মিনারেলসের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখে। রয়েছে ভিটামিন সি এবং ইউ।
২. এটি শরীরের ভিটামিন এবং খনিজ পুনরুদ্ধারে সাহায্য করে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, শরীর দুর্বল থাকলে বাধাকপি খান।
৩. এটি প্রস্রাব ভালোভাবে হতে সাহায্য করে। এটি ডিউডেনাম এবং পাকস্থলি আলসার রোধে সাহায্য করে।
৪. এটি সকালের মাথা ব্যথা বা মর্নিং হেডেক সারাতেও বেশ কার্যকরী।
৫. গবেষকরা বলেন, যারা সপ্তাহে কয়েকবার বাধাকপি খায়, তাদের কোলোন টিউমারের ঝুঁকি কম থাকে, যারা খায় না তাদের তুলনায়।
৬. বাধাকপির জুসের সঙ্গে গাজরের রস মিলিয়ে খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। এটি অস্টিওপোরোসিস থেকে সুরক্ষা দেয়।
৭. যদি আপনি কানে কম শোনেন বা কানের সমস্যায় ভোগেন তবে বাধাকপির জুস উৎকৃষ্ট প্রাকৃতিক নিরাময়ক।
৮. বাধাকপির রস অন্ত্রকে পরিষ্কার করতে সাহায্য করে; কোষ্ঠকাঠিন্য দূর করে। এর মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লামেটোরি উপাদান। এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে এবং দেহকে বলিষ্ঠ করে।
No comments:
Post a Comment