বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সবগুলো দেশেই জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।
ক্যারিবিয়ান সাগরের আশপাশের দেশ, উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ২১টি দেশে এখন পর্যন্ত জিকা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এই ভাইরাসের ফলে হালকা জ্বর, মাথা ব্যথা ও চোখে প্রদাহ হয়।
অস্বাভাবিক ছোট মাথা নিয়ে শিশু জন্মের জন্য জিকা ভাইরাসকে দায়ী করা হচ্ছে। মেডিকেল বিজ্ঞানের পরিভাষায় শিশুদের এই সমস্যাটিকে ‘মাইক্রোসেফালি’ বলা হয়।
ছোট মাথার কারণে মস্তিষ্কের অবস্থা প্রাণঘাতী হতে পারে কিংবা বুদ্ধি প্রতিবন্ধীত্ব অথবা শারীরিক বৃদ্ধি বিলম্ব হতে পারে। এ এমন পরিস্থিতিতে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীরা নারীদের এখনই গর্ভধারণে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
মশাবাহিত জিকা ভাইরাসের এখন পর্যন্ত কোন চিকিৎসা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। এতোদিন আফ্রিকায় এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেলেও ২০১৫ সালের মে মাসে ব্রাজিলে সর্বপ্রথম এর সংক্রমণ ধরা পড়ে। সম্প্রতি ব্রিটেনসহ অনেকগুলো দেশে মানুষের মধ্যে জিকা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তরা সকলেই দক্ষিণ আমেরিকা সফর করেছিলেন।
সূত্র: বিবিসি
No comments:
Post a Comment