সুইডেনের রাজধানী স্টকহোমে শতাধিক মুখোশধারী সেখানকার শরণার্থীদের ওপর হামলা চালিয়েছে।
মুখোশধারী হামলাকারীরা শুক্রবার স্টকহোম স্টেশনে আশ্রয় নেয়া শরণার্থীদের ওপর হামলা চালায়। শরণার্থী শিশুরাও তাদের হামলা থেকে বাঁচতে পারেনি।
শরণার্থীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দিতে লিফলেট বিতরণের পর ওই মুখোশধারীরা শরণার্থীদের বেধড়ক পিটিয়েছে। খবর গার্ডিয়ানের।
এসময় মুখোশধারীরা এতোটাই বেপরোয়া ছিল যে, তারা যাদের শরণার্থী মনে করেছে তাদের ওপরই হামলা চালিয়েছে। তবে সুইডিশ পুলিশের কাছ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনার পর শরণার্থী ইস্যুতে দেশটিতে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। এর আগে শরণার্থীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা সুইডিশদের ওপর হামলা চালাচ্ছে।
২০১৫ সালে সুইডেনে ১ লাখ ৬৫ হাজার শরণার্থী আশ্রয় চেয়ে সুইডেন সরকারের কাছে আবেদন করেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি সংখ্যক শরনার্থীর আবেন নাকচ করে তাদের ফেরত পাঠাচ্ছে সুইডেন।
Sunday, January 31, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment