পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডানপন্থী রাজনীতিবিদ ও টেলিভিশন পণ্ডিত মার্সেলো রেবেলো ডি সোসা। নির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়ে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী এন্টনিও সাম্পইয়ো দা নোভোয়ার প্রাপ্ত ভোট ২২ শতাংশ। নির্বাচনে মোট ১০ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
দেশটিতে প্রেসিডেন্ট পদ শুধু আনুষ্ঠানিকতা হলেও সংসদ বিলুপ্ত করার ক্ষমতা রাখেন তিনি। বর্তমানে দেশটির সরকার চালাচ্ছে বামপন্থীরা। তাই আগামী একবছরের মধ্যে জোটের মধ্যে বিরোধ শুরু হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তখন প্রেসিডেন্টকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হতে পারে।
সমর্থকদের মাঝে প্রফেসর মার্সেলো নামে পরিচিত ডি সোসা তরুণ বয়স থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। ডানপন্থী রাজনীতিবিদরা তাকে সমর্থন করলেও শুধু তাদের উপর ভরসা করতে চান না তিনি। সবাইকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে চান সোসা। সূত্র: বিবিসি
No comments:
Post a Comment