বিশ্ববাজারে তেলের দাম কমায় তার বিরূপ প্রভাব পড়েছে রাশিয়ার অর্থনীতিতে। দেশটির পরিসংখ্যান সার্ভিস তথ্য এমনটাই জানাচ্ছে। ২০১৫ সালে রাশিয়ার অর্থনীতি ৩ দশমিক ৭ শতাংশ সংকুচিত হয়েছে।
২০০৯ সালের পর এটাই দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক ধস। তেল বিক্রির হার ১০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪ শতাংশে।
তবে সবমিলে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৪ সালে ছিল দশমিক ৬ শতাংশ। গত ১৫ মাসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে প্রায় ৭০ শতাংশ। আর এই ধাক্কাতেই মূলত ধস নেমেছে দেশটির অর্থনীতিতে।
এছাড়া ক্রিমিয়া দখলের পর অর্থনীতিতে পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রভাব রয়েছে বলেও অভিমত বিশেষজ্ঞদের।
চলতি মাসের প্রথম দিকেই দেশটির প্রধানমন্ত্রী বলেছিলেন যে, ২০১৬ এর বার্ষিক বাজেট পুনরায় খতিয়ে দেখা হতে পারে। এর আগে ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানিয়েছিলেন যে তেলের দাম কমে যাওয়ায় বাজেট বাতিল করা হয়েছে। সেসময় তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৫০ মার্কিন ডলার। কিন্তু বর্তমানে সেটা ৩০ মার্কিন ডলারের কিছু বেশি।
সূত্র: বিবিসি
No comments:
Post a Comment