Social Icons

Tuesday, January 26, 2016

ডলার দেখালেন দর্শক আমিরকে !


  • কিছুদিন আগেও আমিরকে দলে ফেরানোর ঘোর বিরোধী ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ এবং বর্তমান ওয়ানডে অধিনায়ক আজহার।


আমিরকে দলে রাখায় তারা ট্রেনিং ক্যাম্পেও অংশ নেননি কয়েকদিন। জাতীয় দলকে বয়কট করারও ঘোষণা দিয়েছিলেন এই দুইজন। কিন্তু পাকিস্তান ক্রিকেটবোর্ডের হস্তক্ষেপে তিনজনই এখন রয়েছেন পাকিস্তান জাতীয় দলে।

আর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে তো হাফিজই আমিরকে উদ্ধার করলেন!

গতকাল সোমবার প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড এবং পাকিস্তান। পাকিস্তান যখন ফিল্ডিং করছিল তখন মোহাম্মদ আমিরকে সীমানার কাছে রাখা হয়।

সীমানার কাছে ফিল্ডিং করার সময় স্টেডিয়ামের উপস্থিত দর্শকদের কাছে থাকতে হয়। এই সুযোগে একজন দর্শক আমিরকে লক্ষ্য করে ডলার দেখাতে শুরু করেন।

কাছেই ছিলেন দলের সিনিয়র খেলোয়াড় হাফিজ। এসময় হাফিজ আমিরের কাছে ছুটে আসেন। বিষয়টি পাকিস্তান টিম এবং স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের জানানো হয়। পরে স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে স্টেডিয়াম থেকে বের করে দেন।

আমিরের প্রতি হাফিজের এমন ঘটনায় সবাই অবাক হয়েছেন। কেননা, বিপিএলে আমির খেলছেন বলে চিটাগাং ভাইকিংসের হয়ে তিনি খেলবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। সবসময় তিনি আমিরের বিরোধীতা করেছেন। তিনি বলেছেন, তাকে দলে নেয়া পাকিস্তান দলের মর্যাদার বিষয়। ড্রেসিং রুমেও এনিয়ে সমস্যা হতে পারে।

এদিকে টি-টোয়েন্টি সিরিজে বেশি উইকেট না পেলেও ওয়ানডেতে বোলিং কারিশমা দেখিয়েছেন আমির। ৩টি উইকেট পেয়েছেন ৮ ওভার বল করে। যদিও তার দল হেরেছে।

আমিরকে নিয়ে দলের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, আমিরের বোলিংয়ে আমি খুশি। ও দলের জন্য পারফেক্ট সেটা প্রমাণ করেছে।

প্রসঙ্গত, ২০১০ সাল ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নো বল করায় ৫ বছর নিষিদ্ধ হন মোহাম্মদ আমির। আমির ছাড়াও ওই সময়ের অধিনায়ক সালমান বাট এবং পেসার মোহাম্মদ আসিফও নিষিদ্ধ হন। তবে ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করায় ফের জাতীয় দলে ডাক পেয়েছেন আমির। আসিফ এবং বাটও জাতীয় দলে ফেরার লড়াইয়ে ব্যস্ত।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates