ইজিয়ান সাগরে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা দোগানের প্রতিবেদন বলা হয়, তুরস্কের আইভসিক উপকূলে শনিবার একটি নৌকা ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।
এছাড়া আরও ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ১৭ মিটার লম্বা নৌকাটি অন্তত ১২০জন যাত্রী নিয়ে গ্রিসের লেসবস দ্বীপে যাচ্ছিল। তুরস্কের কোস্টগার্ড এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে দোগান নিউজ।
উদ্ধারকর্মীরা জানায়, জীবিত উদ্ধার ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হাইপোথারমিয়ার লক্ষণ দেখা গেছে। শরণার্থীদের অধিকাংশই সিরিয়া, আফগানিস্তান ও মিয়ানমারের নাগরিক। আইভসিকের মেয়র টেলিফোনে সিএনএন তুর্কি নিউজ চ্যানেলকে বলেন, ডুবুরিরা এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে। আমার আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়বে। শরণার্থীদের চিৎকারে স্থানীয় লোকজন জেগে ওঠে। তারপর থেকেই আমাদের উদ্ধার অভিযান চলছে। শুধু লেসবসের সঙ্গেই আমাদের ৮০ কিলোমিটার দীর্ঘ উপকূল রয়েছে। এত দীর্ঘ এলাকা নজরে ও নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন। গত বছর ১০ লাখের বেশি শরণার্থী ও অভিবাস প্রত্যাশী সমুদ্র ও স্থল পথে ইউরোপে গিয়েছে। বিপদ সঙ্কুল পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে প্রায় ৩৬০০ জন। রয়টার্স।
No comments:
Post a Comment