মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, রাজ্জাকের ব্যক্তিগত একাউন্টে আসা ৬৮১ মিলিয়ন ডলার ছিল সৌদি রাজপরিবারের দেয়া ‘ব্যক্তিগত অনুদান’।
সমালোচকরা অবশ্য দাবি করছে এই অর্থ এসেছে রাষ্ট্র নিয়ন্ত্রিত ওয়ানএমডিবি (১মালয়েশিয়া ডেভেলপমেন্ট বিএইচডি) ফান্ড থেকে। এর জের ধরে তার পদত্যাগ দাবি করা হচ্ছিল। প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক বার বার এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। মালয়েশিয়ার দুর্নীতি দমন বিষয়ক কর্মকর্তারা বলেছিলেন, এই অর্থ রাজ্জাক এক বিদেশী বিনিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে উপহার পেয়েছেন।
তবে মঙ্গলবার দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আপান্দি আলির এক বিবৃতিতে বলা হয় এই অর্থ ব্যক্তিগত অনুদান হিসেবে ২০১৩ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে সৌদি রাজপরিবারের কাছ থেকে পেয়েছেন রাজ্জাক। বিবৃতিতে বলা হয় দুর্নীতি দমন কর্মকর্তারা দাতা সহ সব সাক্ষীদের সঙ্গে দেখা করে এই বিষয়টি নিশ্চিত করেছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিষয়ে অভিযোগটি এমন সময়ে উঠলো যখন দেশটি তেলের মূল্যহ্রাস ও নিজস্ব পণ্যের বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে। বিবিসি।
No comments:
Post a Comment