আবারো রাশিয়ার বিমানবাহিনীর বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে তুরস্ক। তবে রাশিয়া তুরস্কের এই অভিযোগকে ভিত্তিহীন অপপ্রচার বলে অভিহিত করেছে।
এর আগে গত নভেম্বরে প্রথম দফায় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। ওই ঘটনার জেরে মস্কো-আঙ্কারা সম্পর্কে নজিরবিহীন সংকট দেখা দিয়েছে। সেই সংকট এখনও কেটে ওঠার কোনো আভাস মিলছে না। এরইমধ্যে নতুন করে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, শুক্রবার বেলা ১১টা ৪৬ মিনিটে রুশ যুদ্ধবিমান এসইউ-৪৬ তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ে। তার আগে যুদ্ধবিমানটিকে ইংরেজি ও রুশ ভাষায় কয়েক দফায় সতর্কতা দেওয়া হয়।
এই ঘটনার জেরে আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে ‘কড়া প্রতিবাদ ও নিন্দা’ও জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান মস্কোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রুশ যুদ্ধবিমান যদি এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে, তবে তাদের আগের মতোই পরিণতি ভোগ করতে হবে। তবে রাশিয়া জোর দিয়ে জানিয়েছে তাদের যুদ্ধবিমান তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেনি কিংবা কোনো সতর্কবাণী পায়নি তুরস্কের কাছ থেকে।
প্রথম দফায় রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার জের ধরে রাশিয়া ও তুরস্কের মধ্যে বেশ কূটনৈতিক যুদ্ধ হয়। তুরস্কের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। তুরস্কের ব্যবসায়ীদের মতে এই অবরোধে তাদের অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে হবে। বিবিসি।
No comments:
Post a Comment