ইরানের তেহরানে জোড়া হামলায় ১৭ জন নিহত হওয়ার পর এবার আইএসের নজর সৌদি আরবে। জঙ্গি মনিটরিং সংস্থা সাইট ইন্টেলিজেন্সের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ কথা।
গত বুধবার আইএস ইরানি পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালায় আত্মঘাতী বোমা হামলাকারীরা। আইএস এই হামলার দায় স্বীকার করার পাশাপাশি শিয়া অধ্যুষিত এই দেশে আরো হামলার হুমকি দিয়েছে আইএস। এই হামলার ৫ আইএস যোদ্ধা তেহরান হামলার পরে প্রকাশিত এক ভিডিওতে বলা হয়, সৌদি আরবেরও সময় আসবে। মুখোশধারী ওই যোদ্ধা বলেন, ইরানে জিহাদ শুরু হয়েছে, আমরা অন্যদের আহ্বান জানাবো আমাদের সঙ্গে যোগ দিতে।
ভিডিওর শেষে সৌদি আরবকে হুমকি দিয়ে বলা হয়, ইরানের পরে সৌদি আরবের সময় আসবে। আমরা তোমাদের ঘরে হামলা করবো। আমরা কারো এজেন্ট নই। আমরা এই ধর্মের জন্য লড়াই করছি, আরব উপদ্বীপ কিংবা ইরানের পক্ষে নই।
No comments:
Post a Comment