সম্প্রতি সিনেট কমিটিতে বহু আলোচিত বিল সি-৬ পাস হলো। দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলের বিষয়ে এই বিল সংক্ষিপ্ত বিতর্কের পর ৫১-২৯ ভোটে পাশ হয়। ফলে এখন আর দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিল হবে না এবং অভিবাসী নাগরিকদের আর কানাডা থেকে বহিষ্কার করা যাবেনা। কোনো ধরণের অপরাধ বা অভিযোগ হলে তা আইনের আওতায় এনে বিচার করা হবে।
বিগত কনজারভেটিভ সরকার কর্তৃক বিল সি-২৪ পাশ করার আগেও এই আইনটি নতুন করে চালু করলে তাতে লিবারেল পার্টি প্রতিবাদ এবং বিরোধিতা করে। সেই প্রতিশ্রুতি মোতাবেক এই বিল পাশ করে। লিবারেল পার্টি ২০১৫ সালের ৪ নভেম্বর ক্ষমতা গ্রহণের আগে ও পরে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নাগরিকত্ব বিষয়ে তার সুস্পষ্ট বক্তব্য পেশ করেছিলেন।
No comments:
Post a Comment