Thursday, June 22, 2017
ভেনেজুয়েলায় সেনা ও নৌপ্রধান বরখাস্ত
চাঞ্চল্যকর পদক্ষেপ ভেনেজুয়েলা প্রেসিডেন্টের৷ এক নির্দেশে পদচ্যুত হলেন সেনা ও নৌপ্রধান৷ ঘটনার জেরে তীব্র আলোড়িত ভেনেজুয়েলা৷ পরবর্তী পদক্ষেপ হিসেবে সেনা ও পুলিশ বাহিনীতে ৪০ হাজার নতুন নিয়োগের কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট৷ নতুন সংবিধান প্রণয়নের বিরোধিতায় সরব বিরোধীরা৷ শুরু হয়েছে রাস্তায় নেমে আন্দোলন৷ দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে যথেচ্ছ গুলি চালানোর অভিযোগ উঠেছে৷ সোমবার নিরাপত্তাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ছবি প্রকাশের পর তা জনগণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরই ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সেনাবাহিনীর চার শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন। আরো অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করেই সেনাবাহিনী গুলি চালায়৷ গত এক মাসের বিক্ষোভে দেশটিতে ৩০ জন নিহত হয়েছে। বিক্ষোভে রাজধানী কারাকাস শহর রীতিমতো উত্তপ্ত৷ গত ৪৮ ঘণ্টায় বিক্ষোভ থামাতে গিয়ে গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা৷ অভিযোগ, এতে ক্ষমতার অপপ্রয়োগ করেছে তারা৷ পরিস্থিতি আঁচ করে অবশেষে কঠিন সিদ্ধান্ত নিলেন নিকোলাস মাদুরো৷
Labels:
আন্তর্জাতিক,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment