শেয়ারহোল্ডারদের কাছ থেকে ব্যাপক চাপের সম্মুখীন হয়ে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘উবার’ প্রধান ট্রাভিস কালানিক। যদিও তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে থাকবেন বলে জানানো হয়েছে।
জানা গেছে, যৌন হয়রানিসহ আরো কিছু কেলেঙ্কারির ঘটনায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পর্যালোচনার পর কালানিকের পক্ষ থেকে পদত্যাগের এই ঘোষণা এলো। এর আগে, গত সপ্তাহে নৌ দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যাওয়ার কথাও বলেন।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, উবার-এ বিনিয়োগ করেছেন এমন ৫ জন ব্যক্তি অবিলম্বে কালানিকের পদত্যাগ দাবি করে মঙ্গলবার একটি চিঠি লিখেছেন। তবে পদত্যাগের পর কালানিক বলেছেন, আমি বিশ্বে অন্য যেকোনো কিছুর চেয়ে উবার’কে বেশি ভালোবাসি। আমার জীবনের এই জটিল সময়ে বিনিয়োগকারীদের অনুরোধ রেখে আমি পদত্যাগ করছি।
তার এমন বক্তব্যের জবাবে উবার পরিচালনা পরিষদ বলেছে, সব সময়ই উবার’কে অগ্রাধিকার দেন ট্রাভিস। তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এটা উবার এর প্রতি তার ভালবাসা। বিবিসি।
No comments:
Post a Comment