কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছে। দেশটির সরকারী কর্মকর্তাদের বরাতে এ খবর জানা গেছে।
তারা জানিয়েছেন, নৌকাটিতে অন্তত ১৭০ জন যাত্রী ছিলো। মেডেলিনের ৪৫ কিলোমিটার পূর্বে পর্যটন শহর গুয়াতাপের কাছে চারতলা নৌকাটি ডুবে যায়। এরপর অন্তত ১৩৩ জন যাত্রীকে উদ্ধার করতে সমর্থ হয় উদ্ধারকারীরা। তবে এখনো ১৬ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
নৌকাটি পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে ডুবে যায় বলে জুয়ান কুইরোজ নামের একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন। দুর্ঘটনার পরপরেই সেখানে আরেক প্রমোদতরী উদ্ধারকাজে অংশ নেয় এবং ডুবে যাওয়া মানুষগুলোকে পানি ও নৌকার উপরের অংশ থেকে উদ্ধার করে। পরবর্তীতে ঘটনাস্থলে আর্মি হেলিকপ্টার এবং সি ডাইভারদের পাঠানো হয়।
উদ্ধারকাজে জড়িত ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন লুইস বার্নার্ডো মোরালেস জানান, নৌযানটি ডুবে যাওয়ার সময় বন্দরের খুব কাছাকাছি ছিল। এএফপি তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘আমরা এখনো জানি না, এটি কী কারণে ডুবেছে। যান্ত্রিক সমস্যা, অতিরিক্ত যাত্রী বহন, নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।’ বিবিসি।
No comments:
Post a Comment