মো.নাজমুল ইসলামকে সুইডেন ও মো.গোলাম সারওয়ারকে ওমানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মো. নাজমুল ইসলাম বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন, জিএস অ্যান্ড আইসিটি) হিসেবে কর্মরত আছেন। তিনি ১৫ তম বিসিএস এর মাধ্যমে ফরেন সার্ভিসে যোগ দিয়ে কূটনীতিক ক্যারিয়ার শুরু করেন।
নাজমুল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন। এরআগে তিনি জেদ্দা ও বেইজিংয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এদিকে গোলাম সারওয়ার ১৯৯১ সালে ১০ম বিসিএসের মাধ্যমে ফরেন সার্ভিসে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর গোলাম সারওয়ার বর্তমানে সুইডেনে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।
কূটনৈতিক ক্যারিয়ারে তিনি জেদ্দায় কনসাল জেনারেল এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও কাঠমান্ডু, কুয়ালালামপুর, ইয়াংগুনেও বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।
No comments:
Post a Comment