Sunday, June 25, 2017
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন ডিটেক্টর আবিষ্কার চীনের
সামরিক ক্ষেত্রে আরো শক্তিশালী হচ্ছে চিন। এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন ডিটেক্টর আবিষ্কার করে ফেলল বেইজিং। এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছেন ‘দ্য চাইনিজ আকাদেমি অব সায়েন্সেস’-এর একদল বিজ্ঞানী। গবেষকদের দাবি, এই ডিটেক্টর ঠিকভাবে কাজ করলে বিশ্বের যেকোনো শক্তিশালী দেশের সাবমেরিন চীনা ভুখন্ডের আনাগোনা করলেই তা রাডারে ধরা পড়ে যাবে। পাশাপাশি সবদিক থেকে সুরক্ষিত থাকবে চীনা ভুখন্ড। গবেষকরা জানাচ্ছেন, শক্তিশালী এই সাবমেরিন ডিটেক্টর ম্যাগনেটিক ডিটেনশন টেকনোলজি’র সফল প্রয়োগ ঘটিয়ে তৈরি করা হয়েছে। ডিটেক্টরে বসানো ডিভাইস আকাশ থেকে পৃথিবীর তলদেশের যেকোনো ধাতব পদার্থের সন্ধান দিতে পারবে। এর ফলে শত্রুপক্ষের সাবমেরিনের সঠিক অবস্থানও জানা সম্ভব হবে। সামরিক ও অসামরিক দু’টি ক্ষেত্রেই ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে বলে বিজ্ঞানীদের দাবি। আগামী কয়েক দিনের মধ্যেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই ডিটেক্টর চীনা সেনাবাহিনীর হাতে চলে আসবে বলে জানা গেছে। আর তা হাতে আসলে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হওয়া থেকে চীনকে কেউ আটকাতে পারবে না।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment