ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের পার্শ্ববর্তী আলতামিরায় সোমবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের অভিযানকালে একজন নিহত ও কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা সাংবাদিকদের একথা জানান।
চাকাও পৌরসভার প্রধান রামোন মুচাচো জানান, এসময় ১৭ বছর বয়সী এক বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এতে আরো কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। রাজনীতিবিদরা এ ঘটনা তদন্তে প্রসিকিউটর-জেনারেলদের প্রতি আহবান জানিয়েছেন। তারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অস্ত্র ব্যবহার করায় কর্তৃপক্ষকে দায়ী করেন।
উল্লেখ্য, ভেনিজুয়েলায় প্রায় তিনমাস ধরে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। এতে ইতোমধ্যে প্রায় ৭০ জন নিহত ও এক হাজার ৩শ’ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও রয়েছে। এদিকে মানবাধিকার কর্মীরা জানান, দেশটিতে বিক্ষোভ চলাকালে প্রায় ৩ হাজার ২শ’ লোককে আটক করা হয়। এদের মধ্যে এক হাজার ৩শ’ জন এখনো নিরাপত্তা হেফাজতে রয়েছে। তাস।
No comments:
Post a Comment