Social Icons

Thursday, June 22, 2017

মেক্সিকো সীমান্তে দেয়ালে সোলার প্যানেল বসানোর প্রস্তাব ট্রাম্পের



মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি করা। কিন্তু  প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেশ কিছুদিন হয়ে গেলেও মেক্সিকো সীমান্তে দেয়াল অর্থাৎ মেক্সিকো ওয়াল তৈরির বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ এখনো নিতে পারেননি।
তবে বাস্তবে হোক আর না হোক, মিস্টার ট্রাম্পের কল্পনায় বা চিন্তায় দেয়ালটি আছে শক্ত ভিতের ওপরই। 
আইওয়াতে এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় এবার আর শুধু দেয়াল নির্মাণ নয়, আরও এক ধাপ এগিয়ে মিস্টার ট্রাম্প বলেছেন সেই দেয়ালের ওপর থাকবে সোলার প্যানেল।
তার মতে এই সোলার প্যানেল থেকে পাওয়া সৌর বিদ্যুৎ দামে যেমন সস্তা হবে তেমনি দেয়াল নির্মাণের খরচ যোগাতে সহায়তা করবে।
নিজের এই পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, "দারুণ সুন্দর কল্পনা, তাই না? ভালো..এটি আমার আইডিয়া"।
এদিকে বহুল আলোচিত সেই দেয়াল নির্মাণের জন্য কিছু কোম্পানি ইতোমধ্যেই নকশা জমা দিয়েছে যাতে সোলার প্যানেলও অন্তর্ভুক্ত আছে।
এর আগে নির্বাচনী প্রচারণার সময় মিস্টার ট্রাম্প অবৈধ অভিবাসীর আগমন আর মাদক পাচার ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কথা বলেছিলেন।
অতীতে সেই দেয়াল নির্মাণের ব্যয় মেক্সিকোকে দিতে হবে বললেও তা প্রত্যাখ্যান করেন মেক্সিকোর প্রেসিডেন্ট।
বুধবার আইওয়ায় উল্লসিত সমর্থকদের সামনে মিস্টার ট্রাম্প আবারো বলেন যে তারা এমন কিছু চিন্তা করছি যা হতে অনন্য ধারণা।
"আমরা ভাবছি দেয়ালটা হবে একই সাথে একটি সৌর প্যানেলের দেয়াল। এতে বিদ্যুৎ পাওয়া যাবে এবং খরচও উঠে আসবে। আর এভাবেই মেক্সিকোর ব্যয়ের পরিমাণ কমে আসবে। এবং এটাই ভালো..তাইনা?"
অর্থাৎ যে কোন প্রকারে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোর কাছ থেকে আদায়ের চিন্তা মিস্টার ট্রাম্পের মাথা থেকে বিদায় নেয়নি।
জানা গেছে হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসে আহ্বানে ইতোমধ্যেই দুশ'র মতো কোম্পানি দেয়াল নির্মাণের কাজ পেতে প্রস্তাবনা জমা দিয়েছে। সূত্র : বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates