Social Icons

Tuesday, June 27, 2017

সড়ক পথে নেপাল ভ্রমণে ভিসা পদ্ধতি

আকাশ পথে নেপাল গেলে ভিসা নেপালে নেমেই গ্রহণ করতে পারবেন আপনি। তবে সড়ক পথে গেলে নিয়ে যেতে হবে এখান থেকেই। সাথে লাগবে ভারতের ট্রানজিট ভিসা, যেহেতু আপনি ভারতের পার হয়ে নেপালে প্রবেশ করবেন।
 
ভিসা আবেদনপত্র বিনামূল্যে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নেপাল দূতাবাস থেকে সংগ্রহ করা যায়।
প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আগ্রহীরা রোরবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জমা দিতে পারবেন।
 
বাংলাদেশের সরকারি কর্মকর্তা, কূটনৈতিক সংস্থার কর্মকর্তা/কর্মচারী এবং বৈদেশিক পর্যটকরা সরাসরি ভিসা পেয়ে থাকেন।
সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য একই বছরে প্রথম ভিসার জন্য কোনো ফি দিতে হবে না। একই বছরে দ্বিতীয় ভিসার জন্য ফি দিতে হবে।
 
ভিসার জন্য যা যা লাগবে-
 
সাধারণ পর্যটকদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
* সদ্যতোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং পাসপোর্টের ফটোকপি।
 
ব্যবসায়িদের জন্য কাগজপত্র
* ট্রেড লাইসেন্সের ইংরেজি অনুবাদ এবং নোটারিকৃত কপির মূলকপি।
* বাংলা ট্রেড লাইসেন্সের ফটোকপি।
* বিজনেস কার্ড (বাংলা ফটোকপি সঙ্গে আনতে হবে)।
 
চাকরিজীবীদের জন্য
* অফিসিয়াল প্রত্যয়নপত্রের ইংরেজি অনুবাদ কপির মূলকপি।
* জাতীয় পরিচয়পত্র।
 
ছাত্রদের জন্য
* বৈধ পরিচয়পত্রের এবং সর্বশেষ প্রাপ্তসনদের সত্যায়িত কপি অথবা কলেজ/ বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র / সুপারিশ পত্র।
 
গ্রুপ ভিসার কাগজপত্র
* বিশ্ববিদ্যালয়/ কলেজ/ অফিসের লেটার প্যাডে পাসপোর্ট নম্বরসহ নামের তালিকা লিখতে হবে। লেটার প্যাডে বিভাগীয় প্রধানের অফিসিয়াল সিল স্বাক্ষরসহ সুপারিশ থাকতে হবে।
আবেদন পত্র জমাদানের পূর্বে লেটারটি এই নম্বরে ০০৮৮-০২-৮৮২৬৪০১ ফ্যাক্স করতে হবে।
 
নেপাল দূতাবাসের অবস্থান।
 
নেপাল দূতাবাসের ঠিকানা
জাতিসংঘ সড়ক, ডিপ্লোম্যাটিক জোন, বারিধারা, ঢাকা।
ফোন- ৯৮৯২৪৯০, ৯৮৯২৫৬৮, ফ্যাক্স- (০০-৮৮-০২) ৮৮২৬৪০১
ই-মেইল- eondhaka@dhaka.net, ওয়েবসাইট: www.nepembassy-dhaka.org

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates