Social Icons

Friday, June 30, 2017

যেকোন মুহূর্তে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের


উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ক সার্বিক পর্যালোচনা শেষ করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এবং তা খুব শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
জানা গেছে, উত্তর কোরিয়া সম্পর্কে যে পর্যালোচনা তৈরি করা হয়েছে তাতে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি রয়েছে। পিয়ংইয়ং যদি এমন কোনও ক্ষেপণাস্ত্র বা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় যার মাধ্যমে তারা মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে তাহলে তা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে উপস্থাপন করা হবে। দুইজন মার্কিন কর্মকর্তা কোট করে সিএনএন-কে এই খবর নিশ্চিত করেছে।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে কিছু সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেওয়ার বিষয়টি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার নিশ্চিত করার একদিন পর এই খবর প্রকাশ পেল।  
ম্যাকমাস্টার বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সব ধরনের উপায় নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। কারণ প্রেসিডেন্ট আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্র এবং মার্কিন জনগণকে টার্গেট করে হামলা চালানোর মতো কোনও পরমাণু শক্তি যেন উত্তর কোরিয়া অর্জন করতে না পারে।  
ম্যাকমাস্টার আরও বলেন, কোরিয় উপদ্বীপের চলমান সংকট নিরসনের একমাত্র উপায় হচ্ছে পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্রমুক্ত করা। আর এই ক্ষেত্রে চীনের সহযোগিতা একান্ত কাম্য বলেও মন্তব্য করেন তিনি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates