Social Icons

Thursday, January 28, 2016

অর্থনীতিকে আরও গতিশীল করা আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার অর্থনীতিকে আরও গতিশীল করার মাধ্যমে দেশের অধিকতর উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে সবার উন্নয়ন নিশ্চিত ও দেশের অর্থনীতি গতিশীল করা।'' বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত অহন সেং-দু সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি। খবর বাসসের। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন সম্পর্কে বলেন, ''এ দেশের রপ্তানির মূল লক্ষ্য হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।'' এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ''ইন্টারনেটসহ আইসিটি সুবিধা গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়েছে।'' দক্ষিণ কোরিয়ার উন্নয়নের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ''এ ক্ষেত্রে বাংলাদেশ কোরিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে।'' শেখ হাসিনা তার কোরিয়া সফরের কথা স্মরণ করে বলেন, তিনি দেশটির উন্নয়ন দেখে অভিভূত হয়েছেন। তিনি কোরিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশে অবস্থানকালে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক খাতের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, ''বাংলাদেশ উন্নয়নের নতুন মডেল হতে পারে।'' এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ''বাংলাদেশের বিভিন্ন খাতে কোরিয়া সহায়তা দিয়ে যাচ্ছে ও উন্নয়নের জন্য আরও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।'' অহন সেং-দু আশা প্রকাশ করেন, বাংলাদেশ শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জন করবে। কোরিয়ায় কর্মরত বাংলাদেশিদের সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, তারা দক্ষতার সাথে কাজ করছে ও কঠোর পরিশ্রমী। কোরিয়ায় প্রায় ১৪ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছে। আইসিটিকে অতিগুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, তার দেশ এ খাতে মহেশখালী ও কক্সবাজারকে ডিজিটাল দ্বীপে পরিণত করতে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রদূত বলেন, ''কোরিয়া বাংলাদেশের শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা নিশ্চিত করার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।'' প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates