ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মোবাইল অপারেটররা সিম রিমের বায়োমেট্রিক নিবন্ধনে শতভাগ সহায়তা করছেন না। যদি শতভাগ সহায়তা করতেন তাহলে মাঠপর্যায়ের চিত্র অন্যরকম হতো।
মঙ্গলবার সচিবালয়ে টেলিকম রিপোর্টার্স ফোরামের (টিআরএনবি) নববির্বাচিত কমিটির সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অপারেটরদের শতভাগ সহায়তার চিত্রটা আমার সামনে একরকম, গ্রাউন্ড লেভেলে আরেক রকম। এটা হতে পারে না। এ বিষয়টা পরিষ্কার থাকতে হবে।
তারানা বলেন, ইতোমধ্যে ৪শ'টির মতো অভিযোগ এসেছে। এসব নিয়ে আগামী বৃহস্পতিবার মোবাইল কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বসব।
Tuesday, January 26, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment