সিরিয়ায় রুশ বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় এক হাজার ৪০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
শনিবার যুক্তরাজ্য ভিত্তিক এই সংগঠনটি দাবি করে, হামলায় ৯৬৫ আইএস জঙ্গিও নিহত হয়েছে। এছাড়া অন্যান্য জঙ্গি সংগঠনের ১ হাজার ২৩৩ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় সিরিয়ার প্রধান বিরোধী দল রাশিয়ার বিমান হামলা থামানোর দাবি জানায়। তারা দাবি করে, রুশ বিমান হামলায় বেশিরভাগ সময়ই বেসামরিক নাগরিক মারা যায়।
গত বছর ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। রাশিয়া সবসময়ই আইএসকে লক্ষ্য করে হামলা চালায় দাবি করলেও বিদ্রোহীদের অভিযোগ রুশ বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হচ্ছে। সূত্র: রয়টার্স
No comments:
Post a Comment