Thursday, January 28, 2016
টিএসসিতে নারী লাঞ্ছনাকারীদের একজন গ্রেপ্তার
গত পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে নারী লাঞ্ছনার সঙ্গে জড়িতদের একজনকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. কামাল। পুলিশ জানিয়েছে, বুধবার রাজধানীর চকবাজার থানার বাসা নম্বর : ৭৭, খাজী দেওয়ানে (প্রথম লেন) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কামাল ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গত পহেলা বৈশাখ (২০১৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কয়েকজন যুবক কর্তৃক নারীর শ্লীলতাহানীর ঘটনা ঘটে। ওই ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। শাহবাগ থানায় মামলাও হয় (মামলা নম্বর ২৫(৪)১৫)। ঘটনার পরপরই পুলিশ ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আটজন নারী লাঞ্ছনাকারী সনাক্ত করে। পরে ওই আটজনকে গ্রেপ্তারের জন্য তথ্যদাতাকে এক লাখ টাকা পুরুস্কার ঘোষণা করে পুলিশ। কামালকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান আরাফাত।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment