প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো মসজিদ প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন বারাক ওবামা। মুসলিমদের ব্যাপারে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে ক্রমবর্ধিষ্ণু বিদ্বেষী মনোভাবের মধ্যে ওবামা বুধবার মসজিদ পরিদর্শন করবেন। আমেরিকার মুসলিমদের প্রতি সমর্থন দিতে এই উদ্যোগ নিয়েছেন বারাক ওবামা।
শনিবার হোয়াইট হাউস জানিয়েছে, বাল্টিমোরের ইসলামিক সোসাইটি পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে তিনি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন ও একটি ভাষণ দেবেন।
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যের সমালোচনা করে আসছেন বারাক ওবামা। তিনি বলেছেন, মুসলিম বিদ্বেষী মন্তব্য আইএস দমনে মধ্যপ্রাচ্যের সহযোগিতা পেতে বাধা হয়ে দাঁড়াবে।
১২ জানুয়ারি স্টেট অব ইউনিয়নের বক্তব্যে বারাক ওবামা আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন, যে রাজনীতি মানুষের ধর্ম বা বর্ণকে আঘাত করে তা পরিত্যাগ করুন। যখন রাজনীতিবিদরা মুসলিমদের অপমান করে, মসজিদে হামলা চালায়, একটি শিশু গুলিবিদ্ধ হয় -সেগুলো আমাদের জন্য নিরাপদ নয়। খবর: ওয়াশিংটন টাইমস।
No comments:
Post a Comment