জার্মানিতে একজন রুশভাষী কিশোরীকে অভিবাসীরা ধর্ষণ করেছে এমন গুজব দেশটিতে চলমান অভিবাসনবিরোধী বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে। রুশ গণমাধ্যমে প্রচারিত এই সংবাদ জার্মানিতে অভিবাসনবিরোধীদের আন্দোলনকে চাঙ্গা করেছে।
শনিবার হাজার হাজার রুশভাষী জার্মান রাস্তায় বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের একজনের হাতে ব্যানারে লেখা ছিল: আমাদের সন্তানেরা বিপদের মুখে। আরেকজনের ব্যানারে লেখা ছিল: আমার সন্তানের কাছ থেকে হাত সরিয়ে নাও।
শনিবার প্রায় ৭ শ’ রাশিয়ান বংশোদ্ভূত জার্মান নাগরিক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের অফিসের সামনে বিক্ষোভ করেন। বার্লিনসহ দক্ষিণ জার্মানিতে শরণার্থী শিবিরগুলোর সামনেও বিক্ষোভ করেন তারা।
রাশিয়ার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ওয়ানের খবরে বলা হয় একজন রুশ বংশোদ্ভূত কিশোরীকে স্কুলে যাওয়ার পথে একদল শরণার্থী ধরে নিয়ে ধর্ষণ করেছে। তবে তদন্ত শেষে পুলিশ বলেছে রুশভাষী কিশোরী লিসার সাথে কথা বলে তারা নিশ্চিত হয়েছে তাকে অপহরণ এবং ধর্ষণ করা হয়নি। শিশুর সাথে অসদাচরণের অভিযোগ তদন্ত করা হচ্ছে দু’জনের বিরুদ্ধে। সূত্র: বিবিসি
No comments:
Post a Comment