Social Icons

Saturday, January 30, 2016

আর্জেন্টিনা ও মেক্সিকো অফিস বন্ধ করবে ইয়াহু

আর্জেন্টিনা ও মেক্সিকোতে নিজেদের আঞ্চলিক অফিস বন্ধ করার ঘোষণা দিয়েছে ইয়াহু। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র গত বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন। এখন থেকে ব্রাজিল অফিস থেকেই ল্যাটিন আমেরিকার কার্যক্রম পরিচালনা করবে ইয়াহু।
দুই দেশের অফিস বন্ধ করে দেওয়ার ফলে কতজন কর্মী চাকরি হারাবেন সেটা ইয়াহুর পক্ষ থেকে জানানো হয়নি। বার্তা সংস্থা রয়টার্স ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
গত সপ্তাহে আইওএস এবং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন ইয়াহু অ্যাপের উন্নত সংস্করণ উম্মুক্ত করে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে ওয়েবসাইটেও কিছু পরিবর্তন আনা হয়।
নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিউজ এবং ভিডিও কনটেন্টের ওপর আরো জোর দিতে চাইছে তারা।
ইয়াহুর জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এবং ব্যবহারকারীদের সংশ্লিষ্টতা বাড়াতে অ্যাপের মাধ্যমে কমেন্টস সেকশনকে আরো উন্নত করা হয়েছে।
ওয়েবসাইটের পাশাপাশি ইয়াহু মেইলের আইওএস এবং অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশনও আপডেট করা হয়েছে।
ইয়াহুর ভাইস প্রেসিডেন্ট সিমন খালাফ এ বিষয়ে নিজের ব্লগপোস্টে লিখেছেন, ‘আমরা ব্যবহারকারীদের জন্য বিষয়টি আরো সহজ করে দিয়েছি। যাতে তারা নিজেদের কমিউনিটির সঙ্গে সব সময় সংযুক্ত থাকতে পারেন। কনটেন্ট এবং সংবাদ দিয়ে আমরা ব্যবহারকারীদের এগিয়ে রাখতে চাই।’
খালাফ তাঁর পোস্টে আরো লিখেছেন, ‘এখন থেকে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী তাদের নিউজ ফিডে বিভিন্ন ধরনের আর্টিকেল দেখানো হবে। ব্যবহারকারীরা যত বেশি ব্যবহার করবেন, ইয়াহু নিয়ে তাদের অভিজ্ঞতা ততই সুখকর হবে।’

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates