ওই তিন ফেসবুক ব্যবহারকারীর অভিযোগ, ফোনকল ও টেক্সট মেসেজের তথ্য সংগ্রহ করে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
মামলাটি ক্ষতিগ্রস্ত সব ফেসবুক ব্যবহারকারীর পক্ষ থেকে করা হয়েছে। এ বিষয় নিয়ে ফেসবুকের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
গত রোববার ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের কল লগ ও এসএমএস তথ্য সংগ্রহ করার কথা স্বীকার করে। তবে ফেসবুক দাবি করে, তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে যে তথ্য সংগ্রহ করে তা ব্যবহারকারীর অনুমতি নিয়েই করে। তবে তারা সরাসরি কোনো কল বা এসএমএস কনটেন্ট সংগ্রহ করে রাখে না। তবে যে তথ্য সংগ্রহ করে, তা পুরোপুরি নিরাপদ। এসব তথ্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কাছে বিক্রি করা হয় না।
No comments:
Post a Comment