মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র একটি সম্মেলেনে যোগ দিতে মালয়েশিয়ায় গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ এই আইনজীবীকে আটক করে বলে অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান জানিয়েছেন।
তিনি বলেন, “তিনি মানবাধিকার বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে তিনি কুয়ালালামপুরে পৌঁছান। কিন্তু সেখানকার ইমিগ্রেশন পুলিশ তাকে এয়ারপোর্ট থেকে বের হতে দিচ্ছে না।”
এদিকে ব্যাংকক-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া) অবিলম্বে আদিলুর রহমান খানের মুক্তির দাবি জানিয়েছে।
সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, “তাকে আটকের কোনো কারণ জানানো হয়নি। ফোরাম-এশিয়ার মালয়েশীয় সংগঠন সুয়ারা রাকায়াত মালয়েশিয়াকে (সুয়ারাম) জানানো হয়েছে, আদিলুরকে ইমিগ্রেশনের হাজতখানায় নেওয়া হয়েছে।”
আদিলুর ফোরাম-এশিয়ার ভাইস-চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্কের (এডিপিএন) আয়োজনে ২১-২২ জুলাই অনুষ্ঠেয় মৃত্যুদণ্ড নিয়ে সম্মেলনে যোগ দিতে কুয়ালালামপুরে গেছেন তিনি।
No comments:
Post a Comment