মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, এক নৌসেনার ভুলে মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-সংক্রান্ত পরীক্ষা লজ্জাজনক ভাবে ব্যর্থ হয়েছে।
২২ জুন এ পরীক্ষা চালানো হয়েছিল। কল্পিত শত্রুর তেড়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংসের কাজে নিয়োজিত ছিল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জন পল জোন্সস। মার্কিন নৌবাহিনীর সেরা যুদ্ধজাহাজের অন্যতম এটি।
অবশ্য, ছুটে আসা ক্ষেপণাস্ত্রকে সঠিক ভাবে নির্ণয় ও শনাক্ত করতে পেরেছিল এএন/এসপিওয়াই-১ ফেইজড অ্যারে রাডার। কিন্তু ধ্বংস করতে পারেনি। এর কারণ হিসেবে বলা হয়েছে, এক নৌসেনা ভুলে ওই ক্ষেপণাস্ত্রকে ‘বন্ধু’ হিসেবে চিহ্নিত করেছিল।
ঘটনার তদন্ত এখনো চলছে এবং এ ব্যাপারে আরো মন্তব্য করা উচিত হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সংস্থার পরিচালক স্যাম গ্রিভেস।
উত্তর কোরিয়ার মিসাইল হুমকির মোকাবেলায় নির্মাণাধীন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়েছিল। এ প্রকল্প নিয়ে যৌথভাবে কাজ করছে আমেরিকা ও জাপান।
No comments:
Post a Comment