
ইএসপিএন জানিয়েছে, মূলত পরিবারের ইচ্ছাতেই স্পেন ছেড়ে এবার ফ্রান্সে পাড়ি জমাচ্ছেন নেইমার। নেইমারের বাবা ও তার এজেন্ট ইতোমধ্যে নাকি পিএসজির সঙ্গে একটি চুক্তি পাকাপাকি আলোচনা করে ফেলেছে। শেষ পর্যন্ত পিএসজিতে যোগ দিলে নেইমার ট্যাক্স বাদে বছরে ৩০ মিলিয়ন ইউরো উপার্জন করতে পারবেন।

অনেকদিন ধরেই নেইমারকে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিল পিএসজি। যে কারণে ব্রাজিল ফরোয়ার্ডকে দলে টানতে এত বিপুল অংকের অর্থ ব্যয় করছে তারা। কথাবার্তা নাকি এতদূর এগিয়েছে যে, নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি হওয়ার সম্ভাবনা ৯৫%। শেষ পর্যন্ত তাই হলে মেসি-নেইমার-সুয়ারেসকে নিয়ে গঠিত বার্সেলোনার বিখ্যাত 'এমএসএন' ত্রয়ী ভেঙে যাবে। শক্তির দিক দিয়েও অনেকটা পিছিয়ে পড়বে কাতালান ক্লাবটি।
No comments:
Post a Comment