তুরস্কে ‘নিয়ম বহির্ভূত’ গ্রেফতারের মুখোমুখি হওয়ার ঝুঁকির বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে জার্মান সরকার। পিটার স্টেডনার নামে এক জার্মান নাগরিক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তুরস্কের পরিচালক ইদিল ইসেরসহ ছয় মানবাধিকার কর্মী গ্রেফতার হওয়ার পর জার্মানির পক্ষ থেকে এই সতর্কতা জানানো হলো।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ব্যক্তিগত বা ব্যবসায়িক কারণে যেসব মানুষ তুরস্ক সফর করছেন, তাদেরকে অতিরিক্ত সতর্কতা বজায় রাখার আহবান জানানো হল।’ মন্ত্রণালয় আরো জানায়, তুরস্কের আইনগত ত্রুটির কারণে জার্মান প্রতিষ্ঠানগুলো সেখানে বিনিয়োগ ঝুঁকিতে পড়ে। এদিকে ছয় মানবাধিকার কর্মীকে গ্রেফতার করায় বুধবার বার্লিনে তুর্কি রাষ্ট্রদূতের কাছে ক্ষোভ প্রকাশ করে জার্মানি। পরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানির অভিযোগকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘তুর্কি বিচার বিভাগে সরাসরি হস্তক্ষেপ’ বলে পাল্টা জবাব দেয়।
এক বছর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়। দেড়শরও বেশি সাংবাদিক, বিরোধী দলের নেতা, শিক্ষক, মানবাধিকার কর্মী এবং সেনা ও পুলিশ সদস্যসহ দেশটির প্রায় ৫০ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এক লাখ ৪০ হাজারেরও বেশি ব্যক্তিকে চাকরীচ্যুত করে এরদোয়ানের নেতৃত্বাধীন তুর্কি সরকার। বিবিসি।
No comments:
Post a Comment